রবিবার ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

জাপানি গাড়ির ওপর শুল্ক কমালেন ট্রাম্প

প্রকাশিত : ০৬:২৮ পূর্বাহ্ণ, ৬ সেপ্টেম্বর ২০২৫ শনিবার ৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জাপানি গাড়ি আমদানির ওপর শুল্ক ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে অনিশ্চয়তার মুখে পড়া মোটর কোম্পানি জায়ান্ট টয়োটা, হোন্ডা এবং নিসানের মতো প্রতিষ্ঠানের সংকট দূর হলো। খবর বিবিসি

জুলাই মাসে ঘোষিত একটি চুক্তির আনুষ্ঠানিক রূপ দিয়েছেন ট্রাম্প। ওই সময়ে বলা হয়েছিল যুক্তরাষ্ট্রে রপ্তানি করা জাপানের সব পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। যার মধ্যে রয়েছে যানবাহন ও ওষুধ। হোয়াইট হাউস জানিয়েছে, টোকিও মার্কিন প্রকল্পে ৫ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করতে রাজি হয়েছে। এ ছাড়া আমেরিকান অর্থনীতি প্রসারে তারা গাড়ি, চালসহ অন্যান্য পণ্য বাজারজাত করবে।

এপ্রিল মাসে ট্রাম্প বিশ্বের বেশিরভাগ দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে কয়েক মাস ধরে আলোচনার পর এই চুক্তিটি করা হয়েছে।

জাপানের অর্থনীতি রপ্তানির ওপর নির্ভরশীল, দেশটির মোট রপ্তানির প্রায় ২০ শতাংশ গাড়ি থেকে আসে। কিন্তু গত আগস্টে ট্রাম্পের আরোপিত শুল্ক কার্যকরের ফলে বিশ্বব্যাপী একটি কম্পন তৈরি হয়। কারণ পরিবর্তিত এই বৈশ্বিক বাজারে বিভিন্ন দেশের সরকার ও ব্যবসায়ীরা। গত মাসে টয়োটা সতর্ক করে বলেছিল যে, মার্কিন শুল্কের প্রভাবে এই বছর তাদের প্রায় ১০ বিলিয়ন ডলার ক্ষতি হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT