ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ওপর হামলা
প্রকাশিত : ০৭:৪৫ পূর্বাহ্ণ, ২২ মে ২০২৪ বুধবার ৯৬ বার পঠিত
ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে।
মঙ্গলবার রাত ৯ টার দিকে রাজধানীর শিল্পকলার সামনে তার ওপর এ হামলা হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের সশ্রস্ত্র সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।
অবিলম্বে দায়ীদের গ্রেফতারের জোর দাবি জানান তিনি।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, শিল্পকলার সামনে দলীয় নেতা-কর্মীদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন শ্রাবণ। এ সময় রড-চাপাতি-রামদা-হকিস্টিকসহ শ্রাবণের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে গুরুতর জখম ও আহত ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।