দেশে বর্তমান ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
রোববার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
ইসি সচিব বলেন,‘মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬ লাখ ৪১ লাখ ৪৫৫। নারী ভোটার রয়েছেন ৬ লাখ ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। আর হিজড়া ১২৩০ জন।’
ইসি সচিব জানান, এবার তারা আরও একটি তালিকা করবেন। এটি হবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত, সে সময় পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করবেন তাদের নিয়ে।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচন নিয়ে রোডম্যাপও প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
প্রকাশক মোঃ সোহেল রানা ও সম্পাদক: মোঃ মোজাম্মেল হক। ২৭, কমরেড রওসন আলী রোড, বজলুর মোড়, কুষ্টিয়া-৭০০০।
© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | Design and Developed by- DONET IT