হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি এবার ভেঙেছেন তার চিরচেনা রূপ। বহু বছর ধরে লম্বা কালো চুল ছিল তার একধরনের ‘ট্রেডমার্ক’। তবে সম্প্রতি তাকে দেখা গেল হালকা সোনালি রঙের ছোট বব হেয়ারস্টাইলে। প্রায় তিন দশকের মধ্যে এটিই তার সবচেয়ে ছোট হেয়ারস্টাইল।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনে ‘অ্যাংকশাস পিপল’ সিনেমার সেটে নতুন রূপে ধরা দিয়েছেন জোলি। প্রকাশিত ছবিতে তার পরনে লম্বা সাদা র্যাপ টপ, ফ্লোই ক্যাপ্রি প্যান্ট, সঙ্গে হালকা লাল লিপস্টিক ও সোনালি ব্রোচ। সাধারণত লম্বা কালো চুলে অভ্যস্ত ভক্তরা নতুন এই লুক দেখে মুগ্ধ হয়েছেন।
জুলাই বিপ্লবের পর প্রথমবার প্রকাশ্যে ফেরদৌস, সঙ্গে মৌসুমী-ঋতুপর্ণা
জোলির ক্যারিয়ারে যেমন বহুমাত্রিক চরিত্র এসেছে, তেমনি প্রতিটি লুকও আলোচনায় থেকেছে। ‘গার্ল, ইন্টারাপটেড’ থেকে শুরু করে ‘মেলিফিশেন্ট’— প্রতিবারই তিনি ভিন্ন রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন। তবে সোনালি ছোট বব হেয়ারকাটকে শুধু চরিত্রের প্রয়োজনে নয়, বরং ক্যারিয়ারের একটি ফ্যাশন মাইলস্টোন হিসেবেও দেখা হচ্ছে।
এই ছবিটি প্রথম প্রকাশিত হয় ব্যাকগ্রিডে, এরপর দ্রুত ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ লিখেছেন, ‘এ যেন নতুন এক জোলি, অথচ আগের মতোই মোহময়ী।’ আবার আরেকজন মন্তব্য করেছেন, ‘তিনি যখনই লুক পরিবর্তন করেন, তখনই সেটি হয়ে ওঠে নতুন ফ্যাশন ট্রেন্ড।’
শুটিংয়ের সময় জোলির সঙ্গে ছিলেন তার ২৪ বছর বয়সী ছেলে ম্যাডক্স জোলি-পিট। মা-ছেলের এই মুহূর্তও নজর কেড়েছে ভক্তদের।
‘অ্যাংকশাস পিপল’ সিনেমাটি নির্মাণ করছেন মার্ক ফস্টার। ডেভিড মেজের চিত্রনাট্যে অভিনয় করছেন জেসন সিগেল ও আইমি লু উডও। ছবিটি ফ্রেডরিক ব্যাকম্যানের নিউইয়র্ক টাইমস বেস্টসেলার উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। জানা গেছে, ২০২৬ সালে মুক্তি পাবে ছবিটি।
প্রকাশক মোঃ সোহেল রানা ও সম্পাদক: মোঃ মোজাম্মেল হক। ২৭, কমরেড রওসন আলী রোড, বজলুর মোড়, কুষ্টিয়া-৭০০০।
© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | Design and Developed by- DONET IT