চাঁপাইনবাবগঞ্জে ‘বিএনপির ৫০ নেতাকর্মী’র আ.লীগে যোগদান
প্রকাশিত : ০৮:২৫ পূর্বাহ্ণ, ১১ নভেম্বর ২০২৩ শনিবার ৯৮ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়ন পর্যায়ের বিএনপির ৫০ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। তবে বিএনপির দাবি যোগদানকৃতরা বিএনপির কর্মী নয়।
সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে জামতলা এলাকায় শুক্রবার সকালে তাদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে বরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। বিএনপি নেতা আব্দুল মান্নানের নেতৃত্বে ওই ৫০ নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগ দেন।
যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল ওদুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান, ঝিলিম ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর হাসান, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, নতুন যোগদাকারীদের মধ্যে আল আমীন, জিল্লুর রহমান, রুবেল ইসলামসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে আওয়ামী লীগে যোগদানকারী জিল্লুর রহমান বলেন, একদিকে আওয়ামী লীগ সরকারের সর্বক্ষেত্রে উন্নয়ন ও অন্যদিকে বিএনপির জ্বালাও-পোড়াওয়ের কর্মসূচির বিরোধিতা করেই আমরা আওয়ামী লীগে যোগদান করেছি। বিএনপিতে দীর্ঘদিন ধরেই কোনো শৃঙ্খলা নেই। ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়নও করা হয় না।
আওয়ামী লীগে যোগ দেওয়া রুবেল ইসলাম নামে আরেকজন বলেন, আমরা উন্নয়ন চাই, শান্তি চাই। একটি গণতান্ত্রিক দেশে বিএনপি অগণতান্ত্রিক দল হিসেবে পরিচিত পাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি বলেন, যারা বিএনপিতে যোগদান করেছে, তারা কোনোদিন বিএনপি করেনি। কাগজ কলমে বিএনপিতে তাদের কোনো নাম পরিচয় নেই।
তবে জেলা বিএনপির নেতৃবৃন্দর সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি।
সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেন, দেশের উন্নয়ন দেখেই মানুষ দলে দলে আওয়ামী লীগে যোগদান করছেন। মানুষ জেনে গেছে আওয়ামী লীগ সরকারের হাতেই এই দেশ নিরাপদ। তারা বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি আর চান না।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।