বুধবার ১২ নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

চবির আবাসিক হলে গলায় ওড়না পেঁচিয়ে ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত : ১০:২১ অপরাহ্ণ, ৮ এপ্রিল ২০২৩ শনিবার ১৪৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শামসুন নাহার আবাসিক হলে গলায় ওড়না পেঁচিয়ে রোকেয়া খাতুন নামের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। শনিবার এ ঘটনা ঘটে।

তবে পরিবারের দাবি, অসুস্থতার কারণে পরীক্ষা দিতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি লালমনিরহাটে। তিনি বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের ২১০ নম্বর কক্ষ থাকতেন।

জানা যায়, শনিবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার আবাসিক হলে ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন রোকয়ে। বিষয়টি জানাতে পেরে সহপাঠীরা তাকে উদ্ধার দ্রুত বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. মুহাম্মদ টিপু সুলতান বলেন, ‘চারটার পরে শিক্ষার্থীরা একজন ছাত্রীকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসেন। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেকে পাঠানো হয়। তবে তারা আমাদের আত্মহত্যার বিষয়ে কিছু বলেননি।

রোকেয়ার ভাই রুহুল বলেন, ‘আপু পাঁচ মাস ধরে অসুস্থ। এ কারণে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দিতে পারেননি। পারিবারিক কিছু সমস্যাও রয়েছে। সব মিলিয়ে আপু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ ড. রকিবা নবী বলেন, ‘রোকেয়া কেন আত্মহত্যা করেছেন তা জানিনা। অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারেননি তিনি। এ কারণে তিনি হতাশ ছিলেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT