চট্টগ্রামে বিএনপির বড় শোডাউন আজ
প্রকাশিত : ০৬:৩০ পূর্বাহ্ণ, ১৯ মে ২০২৩ শুক্রবার ১২৯ বার পঠিত
বিএনপি আবার আন্দোলন কর্মসূচি নিয়ে চট্টগ্রামের মাঠে নামছে। আজ বেলা ৩টায় নগরীর নূর আহমদ সড়কে দলীয় প্রধান খালেদা জিয়ার কারামুক্তিসহ ১০ দফা দাবিতে তারা সমাবেশ করবেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এ সমাবেশের মাধ্যমে মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি যৌথভাবে বড় শোডাউন করতে চায়। ব্যাপক জনসমাগম ঘটানোর প্রস্তুতি নিয়েছেন বিএনপি নেতারা।
দলীয় সূত্র জানায়, সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া বিভাগীয় পর্যায়ের নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। বিএনপি নেতারা জানান, অক্টোবর থেকে বড় বড় সমাবেশ করায় চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীরা এখন চাঙ্গা। আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে আমরা প্রস্তুত।
অতীতের ধারাবাহিকতায় আজকের সমাবেশেও বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ঘটানো হবে। এ সমাবেশ সফল করতে কয়েকদিন ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, আগের সমাবেশগুলোর চেয়েও বেশি জনসামগম হবে বলে আমরা আশা করছি।
এদিকে একইদিন প্রায় একই সময়ে বিএনপির সমাবেশস্থলের দেড় কিলোমিটার দূরত্বে নিউমার্কেটসংলগ্ন দারুল ফজল মার্কেট চত্বরে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে নগর আওয়ামী লীগ। এ নিয়ে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ তৈরি হয়েছে।
গণমাধ্যমে পাঠানো এক বার্তায় নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক জানান, বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আমরা শান্তি সমাবেশ করব। সমাবেশে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন। ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল সহকারে সমাবেশে উপস্থিত থাকার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন আহ্বান জানিয়েছেন।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান জানান, আমাদের এ আন্দোলন জনগণের অধিকার ফিরে পাওয়ার আন্দোলন। এতে বাধা দিলে সেই বাধা অবশ্যই আমরা অতিক্রম করব। জনগণ আমাদের সঙ্গে আছে। জনগণ বাধা প্রতিরোধ করবেই করবে।
সমাবেশ সফল করতে বুধবার কাজীর দেউড়ি নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা করে নগর বিএনপি। সভায় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, জনগণ জেগে উঠেছে। এলাকায় এলাকায় এখন আওয়ামী লীগের বিরুদ্ধে জোট হচ্ছে। সরকারের পতন ঘটাতে মানুষ রাস্তায় নেমে এসেছে।
নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করার জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপির চলমান আন্দোলন সামনে আরও বেগবান হবে। বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে আন্দোলন করছে। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরে যাব না।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।