বুধবার ১২ নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে রাইস মিলের বয়লার বিস্ফোরণে নিহত ১

প্রকাশিত : ০৬:০৬ অপরাহ্ণ, ৬ জুন ২০২৩ মঙ্গলবার ১৩৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গোপালগঞ্জে রাইস মিলের বয়লার বিস্ফোরণে নুর ইসলাম মোল্যা (৪৫) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত এবং তার ২ শিশু সন্তান আহত হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ফেরিঘাটে অবস্থিত মনোরমা রাইস মিলে এই বয়লার বিস্ফোরনের ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম মোল্যা সদর উপজেলার হরিদাসপুর প‚র্বপাড়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে। এই রাইচ মিলে কর্মী হিসেবে নূর ইসলাম মোল্লার স্ত্রী নিপা বেগম দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। নিহত ও আহতরা রাইস মিলের মধ্যে বয়লারের পাশেই তৈরী করা একটি ঘরে ঘুমিয়ে ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার (৬ জুন) ভোর সাড়ে ৫ টার দিকে হঠাৎ করেই ওই রাইসমিলের বয়লার বিস্ফোরণ ঘটে বয়লারের পাশের ঘর ভেঙ্গে দেয়াল দেওয়াল পড়েযায়। এতে ওই ঘরে ঘুমিয়ে থাকা নুর ইসলাম মোল্যা । ঘটনাস্থলে নিহত হয় আহত হয় তার শিশু ২ সন্তান। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরবর্তীতে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয়দের সহায়তায় নিহত-আহতদের উদ্ধার করা হয় এবং তার দুই সন্তান রোমানা (১১) ও মোস্তাকিম (৫) কে আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল হলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT