সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে সিটি নির্বাচনে মেয়র পদে তিনজনসহ ২৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে

প্রকাশিত : ১০:২৯ পূর্বাহ্ণ, ১ মে ২০২৩ সোমবার ১৪৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রোববার রাত ১০টার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম জানান, মেয়র পদে ১২ জনের মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে। ঋণ খেলাপিসহ নানা ত্রুটির কারণে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিলের মধ্যে সাময়িক বরখাস্ত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র রয়েছে।

একই কারণে সংরক্ষিত আসনে ৮২ কাউন্সিলের মধ্যে তিন প্রার্থীর এবং সাধারণ আসনে ২৮৯ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ১৭জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অর্থাৎ সংরক্ষিত আসনে ৭৬জন বৈধ এবং সাধারণ আসনে ২৭২ জনের মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে।

যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা ইচ্ছে করলে এ ব্যাপারে তিন দিনের মধ্যে বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT