শনিবার ১৮ অক্টোবর ২০২৫, ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে একদিনে ৩ খুন

প্রকাশিত : ০৯:১৭ পূর্বাহ্ণ, ২১ জুলাই ২০২৫ সোমবার ৪৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গাজীপুরে একদিনে আলাদা স্থানে তিনজনকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে একজন স্কুলের দপ্তরি, একজন একটি কারখানার সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা এবং অপরজন অটোরিকশা চালক। পুলিশ তিন মরদেহই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন, কাপাসিয়া উপজেলার কীর্তুনিয়া গ্রামের আরিফ হোসেন (৩২)। তিনি স্থানীয় ইউসুফ আলী ভুইয়া উচ্চ বিদ্যালয়ের দপ্তরি ছিলেন। দ্বিতীয়জন, টাঙ্গাইলের ধনবাড়ী থানার ফুলবাড়ী এলাকার আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম (৪৮)। তিনি আমবাগ এলাকায় গাজীপুর ফিড মিলের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন। তৃতীয়জন, গাজীপুরের কালীগঞ্জের ব্যাটারিচালিত অটোরিকশা চালক আনোয়ার হোসেন (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমবাগ আতাউর মার্কেট এলাকায় মাসুদ রানার ৫ তলা ভবনের ৪ তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন রফিকুল ইসলাম। রোববার সকালে গ্রামের বাড়ি থেকে পরিবারের লোকজন মোবাইলে ফোন করলে রফিকুল ইসলামকে ফোনে পাওয়া যায়নি।

পরে তাঁর অফিসের লোকজন ও পরিচিত ব্যক্তিদের কল করে বিষয়টি জানানো হয়। পরে বিকেল ৫ টার দিকে সহকর্মীরা রফিকুল ইসলামের ভাড়া বাসায় গিয়ে তাঁর ফ্ল্যাটের বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পায়। এ সময় তালা ভেঙে ভেতরে ঢুকে ফ্ল্যাটের ভেতর রফিকুল ইসলামের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে দিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও বালিশচাপা দিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে ফ্ল্যাটের বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে গেছে। নিহতের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।’

এদিকে, রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে স্কুল চলাকালীন সময়ে দপ্তরি আরিফ হোসেন স্কুলের বাইরে যান। বাইরে যাওয়ার পর স্কুল গেইটের কাছে একটি দোকানে বসা ছিলেন তিনি। এ সময় হঠাৎ পেছন দিক থেকে তাঁকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত আসাদুল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মন্ডল বলেন, পূর্ব বিরোধের জেরে সিএনজি চালকের ছুরিকাঘাতে আরিফ হোসেন নিহত হয়েছেন । অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, রোববার বিকেলে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মূলগাঁও মাদরাসার পাশে ঝোপের ভেতর থেকে গাজীপুরের কালীগঞ্জে আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনোয়ার হোসেন কালীগঞ্জ পৌরসভার চৈতারপাড়া গ্রামের মৃত তাজিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেল শনিবার সন্ধ্যার পর থেকে আনোয়ার হোসেনের মোবাইল ফোন বন্ধ ছিল। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

রোববার বিকেলে মূলগাঁও মাদরাসার কাছে একটি ঝোপের মধ্যে স্থানীয়রা আনোয়ারের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় লুঙ্গি প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালক আনোয়ার হোসেনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT