গাজীপুরে আ.লীগের প্রতিদ্বন্দ্বী আ.লীগ
প্রকাশিত : ০৭:০৬ পূর্বাহ্ণ, ৩০ এপ্রিল ২০২৩ রবিবার ১৫৩ বার পঠিত
আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে আওয়ামী লীগ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ। প্রতিটি পদে তিন থেকে সর্বোচ্চ ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে আওয়ামী লীগের পাঁচজন, সাধারণ ওয়ার্ডে ২৫০ জন এবং সংরক্ষিত আসনে ৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে, বিএনপি নির্বাচন বর্জন করলেও প্রায় প্রতিটি ওয়ার্ডে বিএনপি পদধারী ও সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা মাঠে রয়েছেন।
মেয়র পদে ১২ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৯৮জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৭ এপ্রিল ছিল মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ দিন। মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল-মামুন এবং আওয়ামী লীগ সমর্থক হারুন অর রশীদ ও জায়েদা খাতুন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মহানগরের ১নং ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী চারজন। তারা হলেন-রহিম খান, ওসমান গনি লিটন, আব্দুস সালাম আহাম্মেদ আব্বাস ও ফজলুল করিম। ২নং ওয়ার্ডে পাঁচজন। তারা হলেন- মোন্তাজ উদ্দিন আহাম্মেদ, মনির হোসেন, সোলেমান মিয়া, শরীফ হোসেন বেপারী ও আব্দুল খালেক। এছাড়া ৩নং ওয়ার্ডে তিনজন, ৪নং ওয়ার্ডে চারজন, ৫নং ওয়ার্ড পাঁচজন, ৬নং ওয়ার্ডে চারজন, ৭নং ওয়ার্ডে চারজন, ৮নং ওয়ার্ডে দুইজন, ৯নং ওয়ার্ডে চারজন, ১০নং ওয়ার্ডে তিনজন, ১১নং ওয়ার্ডে ছয়জন, ১২নং ওয়ার্ডে ছয়জন, ১৩নং ওয়ার্ডে পাঁচজন, ১৪নং ওয়ার্ডে তিনজন ও ১৫নং ওয়ার্ডে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোসলেউদ্দিন চৌধুরী মুসার সঙ্গে আওয়ামী লীগের নূরুল হক ও আবু সাইদ লড়ছেন। ১৭নং ওয়ার্ডে ওয়ার্ড বিএনপি সভাপতি রফিকুল ইসলাম রাতার সঙ্গে আওয়ামী লীগের সাতজন, ১৮নং ওয়ার্ডে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের তিনজন, ১৯নং ওয়ার্ডে বিএনপি নেতা তানভীর আহাম্মেদের সঙ্গে সাতজন লড়ছেন। এছাড়া ২৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগ নেতা জাবেদ আলীর সঙ্গে আবু হানিফ তালুকদার, মো. মনিরুল ইসলাম ও সাইদুল ইসলাম সোহেল, ২৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপি নেতা হাসান আজমল ভূঁইয়ার সঙ্গে মহানগর আওয়ামী লীগ নেতা আব্দুল হাদী শামীম, ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ও মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন লড়ছেন। সংরক্ষিত কাউন্সিলর পদে মহানগরের কাশিমপুর ও কোনাবাড়ী থানা এলাকার ৯টি ওয়ার্ডে বিএনপির কোনো প্রার্থী নেই। এসব ওয়ার্ডে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা করছে আওয়ামী লীগ প্রার্থী। একই অবস্থা নগরের ৫৭টি সাধারণ ওয়ার্ডসহ ১৯টি সংরক্ষিত আসনে। এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি বলেন, একাধিক কাউন্সিলর প্রার্থী নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। নৌকার প্রার্থীকে জিতিয়ে আনতে আমরা সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকব। মেয়র পদে বিএনপির পদধারী কোনো নেতা অংশ না নিলেও বিএনপি পরিবারের সদস্য সরকার শাহনূর ইসলাম রনি নির্বাচনে অংশ নিচ্ছেন। রনি সরকার বিএনপির ত্যাগী ও কারাবন্দি নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের ছেলে এবং বিএনপি কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের ভাতিজা। তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন।
জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাবেক স্বাস্থ্য ও গণশিক্ষা সচিব এমএম নিয়াজ উদ্দিন। বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আবুল হোসেন। এ বিষয়ে মহানগর জাতীয় পার্টির প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সালাম মোল্লা জানান, আবুল হোসেন নিজেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য দাবি করলেও তিনি দলের কেউ নন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে অনেক আগে বহিষ্কার করা হয়েছে।
৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে বিএনপির পদধারী, সাবেক নেতা ও সমর্থকরা মনোনয়নপত্র ফরম জমা দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন-৩নং ওয়ার্ডে কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক তাহাজ উদ্দিন মোল্লাহ, গাজীপুর মহানগর শ্রমিক দলের আহবায়ক ও ১৫নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল আহমেদ সরকার, বাসন থানা বিএনপির সদস্যসচিব ও ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মোছলেম উদ্দিন চৌধুরী মুসা, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রাতা, বিএনপি নেতা ও ১৯নং কাউন্সিলর তানভীর আহম্মেদ, ২০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বিএনপি নেতা শহীদুল ইসলাম, মেট্রো সদর থানা বিএনপি নেতা ও সাবেক ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রশীদ খান শিপু, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর ও মেট্রো সদর থানা বিএনপি নেতা মজিবুর রহমান, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী যুবদল নেতা মনির হোসেন, মেট্রো সদর থানা শাখা বিএনপির আহ্বায়ক ও ২৮নং ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক জিএস ও মহানগর বিএনপি নেতা নাসিমুল ইসলাম মনির ও বিএনপি নেতা সাবেক কাউন্সিলর খায়রুল ইসলাম, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বিএনপি সমর্থক সামসুল আলম অরুণ, ৩১নং ওয়ার্ডে বিএনপি সমর্থক সাবেক কাউন্সিলর রফিকুজ্জামান, ৩২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ৩৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহফুজুর রহমান, ৩৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাউন্সিলর প্রার্থী আব্দুল আওয়াল সরকার, ৩৮নং ওই ওয়ার্ডের বিএনপির সভাপতি কামরুজ্জামন, ৪০নং ওয়ার্ডে পুবাইল থানা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নজরুল ইসলাম বিকি, ৪২নং ওয়ার্ডে থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান ও কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ, ৪৮নং ওয়ার্ডে টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক শফি উদ্দিন সফি, ৪৯নং যুবদল নেতা মোবারক হোসেন মিলন, ৫০নং ওয়ার্ডে বিএনপি নেতা মনির হোসেন, ৫১নং ওয়ার্ডে ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন, ৫৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা আবুল হাশেম ও ওয়ার্ড সভাপতি জহির উদ্দিন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বাসন থানা বিএনপির সাবেক সভাপতি বশির আহাম্মেদ বাচ্চু বলেন, যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা প্রায় সবাই বর্তমান বা সাবেক কাউন্সিলর। এলাকায় তারা অনেক জনপ্রিয়। তাদের জনপ্রিয়তা এবং কর্মী-সমর্থকদের ধরে রাখতে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে মহানগর বিএনপির সদস্য সচিব শওকত হোসেন বলেন, বেশিরভাগ ওয়ার্ডে বিএনপি নেতারা মনোনয়নপত্র জমা দেননি। যারা দিয়েছেন তারাও প্রত্যাহার করবেন বলে তিনি আশা করছেন। তিনি আরও বলেন, এ সরকারের অধীনে যারা নির্বাচনে যাবেন তাদের বিরুদ্ধে দলীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি গঠন : আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় নির্বাচনি কার্যক্রম পরিচালনার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে (বীরবিক্রম) কমিটির প্রধান করা হয়েছে। আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে সমন্বয়ক, গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে উপদেষ্টা করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- লে. কর্নেল (অব.) ফারুক খান এমপি, অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সিমিন হোসেন রিমি এমপি, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি, মহিলাবিষয়ক সম্পাদক জাহানারা বেগম প্রমুখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।