গাঁজাসহ দম্পতি গ্রেফতার
প্রকাশিত : ০৭:২৭ অপরাহ্ণ, ২৭ মে ২০২২ শুক্রবার ৩৪৫ বার পঠিত
গাইবান্ধার সুন্দরগঞ্জে গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার উপজেলার হরিপুর ইউনিয়নের পাঁচপীর খেয়াঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয় বলে জানিয়েছেন কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের পরিদর্শক মানষ রঞ্জন দাস।
গ্রেফতারকৃতরা হলেন- আল-আমিন শেখ ও তার স্ত্রী রুনা বেগম। তারা সিরাজগঞ্জের রায়গঞ্জের ধানগড়া গ্রামের বাসিন্দা।
পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেফতার দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























