খুলনা মেয়রের ৬শ কোটি টাকার প্রকল্পের হিসাব তলব
প্রকাশিত : ০৮:৩২ পূর্বাহ্ণ, ২৯ মে ২০২৩ সোমবার ১২২ বার পঠিত
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) মেয়র তালুকদার আবদুল খালেকের মেয়াদে গৃহীত ‘প্রজেক্ট ৬শ ক্রোর’ এর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইউনিট (বিএমআইইউ)। বৃহস্পতিবার ব্যাংকগুলোতে পাঠানো এক চিঠিতে এই হিসাব তলব করা হয়। আজকের মধ্যে এই ডকুমেন্ট পাঠাতে বলা হয়েছে। যে সব তথ্য তলব করা হয়েছে, এর মধ্যে রয়েছে-এই প্রকল্পের আমানতের সব অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট খোলার ফর্ম, গত ৩০ এপ্রিল পর্যন্ত ব্যাংক স্টেটমেন্ট, এফডিআরের ক্ষেত্রে নগদ জমার ভাউচার এবং তদন্ত সংশ্লিষ্ট অন্যান্য সাপোর্টিং ডকুমেন্ট। এ ব্যাপারে ব্যাংকগুলো গোপনীয়তা রক্ষার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।
বিএফআইইউ সাধারণত অর্থপাচার এবং মানিলন্ডারিং নিয়ে কাজ করে। এজন্য বিভিন্ন সময়ে সন্দেহভাজন ব্যাক্তির ব্যাংক হিসাব তলব বা স্থগিত করে।
সূত্র মতে কেসিসি মেয়রের বিশেষ প্রকল্প ‘প্রজেক্ট ৬০০ ক্রোর’। এই প্রকল্পে মোট বরাদ্দ ৬০৭ কোটি ৫৬ লাখ ৭ হাজার টাকা। প্রকল্পের পরিধি খুলনা শহরের গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত রাস্তা উন্নয়ন পুনর্বাসন। মহানগরীর ৫৭১টি সড়ক উন্নয়নের জন্য আওতাভুক্ত করা হয়। সিটি করপোরেশনের রিপোর্ট অনুসারে ৪১৮টি কাজ শেষ হয়েছে। বর্তমানে ১১৪টি চলমান এবং ৩৯টি সড়ক টেন্ডারের অপেক্ষায়। অর্থাৎ প্রকল্পের বরাদ্দ অর্থের বড় অংশই খরচ হয়েছে। এদিকে ১২ জুন খুলনা সিটি করপোরেশন নির্বাচন। আর নির্বাচনে অংশ নিতে ১১ মে পদত্যাগ করেন মেয়র তালুকদার আব্দুল খালেক। আওয়ামী লীগের প্রার্থী হিসাবে এবারও তিনি নৌকা প্রতীক নিয়ে লড়বেন। ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় মেয়াদে মেয়র হিসাবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। এর আগে ২০০৮ সালে তিনি প্রথমবার মেয়র নির্বাচিত হন। আর হিসাব তলবের বিষয়ে বক্তব্য নিতে মোবাইলে আবদুল খালেকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























