বুধবার ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

খুনিরা অধরা, মর্গে পড়ে আছে হতভাগা শিশুর লাশ

প্রকাশিত : ০৮:৫১ পূর্বাহ্ণ, ২ জুলাই ২০২৪ মঙ্গলবার ১১৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানীর তেজগাঁওয়ে ফুটপাত থেকে উদ্ধার হওয়া ৫ বছরের শিশুটির লাশ পড়ে আছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে। সোমবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির পরিচয় শনাক্ত করা যায়নি। যে কারণে অধরা রয়েছে খুনিরাও।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মশিউর রহমান বলেন, ধারণা করছি, এটি একটি হত্যাকাণ্ড। অন্য কোনো স্থানে হত্যার পর শিশুটির লাশ ওই ফুটপাতে ফেলে গেছে ঘাতকরা। শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

রোববার সকাল সাড়ে ৮টায় শহীদ তাজউদ্দীন আহমদ সরণির নির্মাণাধীন ডিপিডিসি বিল্ডিংয়ের বাউন্ডারি সংলগ্ন ফুটপাতে শিশুটির লাশ পড়েছিল। ঢামেক হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

পুলিশের ধারণা, শিশুটিকে হত্যার পর শনিবার রাতে অথবা রোববার ভোরে কোনো এক সময় লাশ ওই স্থানে ফেলে রাখা হয়েছে। শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তার পরনে রয়েছে হাফপ্যান্ট ও ফ্রক। পায়ে মেহেদি লাগানো আছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT