রবিবার ১৯ অক্টোবর ২০২৫, ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

খিলক্ষেতে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

প্রকাশিত : ১০:০১ পূর্বাহ্ণ, ১৪ নভেম্বর ২০২৩ মঙ্গলবার ১৪০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানার এএসআই মফিজুল ইসলাম।

সোমবার রাত ৮টার দিকে রাজধানীর খিলক্ষেত থানাধীন কুড়াতলী এলাকায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

ডিএমপির গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, চেকপোস্টে ডিউটি শেষ করে তিনি রিকশাযোগে সামনে এগিয়ে যান। এসময় ছুরিকাঘাতের শিকার হন। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।

খিলক্ষেত থানার ওসি কাজী শাহান হক বলেন, এএসআই মফিজুল ইসলাম ৩০০ ফিট এলাকায় চেকপোস্টে ডিউটি শেষে অটোরিকশায় করে কুড়াতলী এসে নেমে থানার উদ্দেশ্যে পায়ে হেঁটে আসার পথে অজ্ঞাত ৪-৫ দুর্বৃত্ত তার পেটে ও মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তিনি বলেন, তার কাছে অস্ত্র ছিল, অস্ত্র নিতে পারেনি দুর্বৃত্তরা।

তিনি আরও বলেন, পূর্ব শত্রুতার জেরে বা পুলিশের মনোবল ভাঙার জন্য এমন ঘটনা ঘটানো হয়েছে কি না সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা অবগত আছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT