রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কোটা বাতিল আন্দোলনের সমন্বয়ককে হল ছাড়ার নির্দেশ, অবস্থান নিল শিক্ষার্থীরা

প্রকাশিত : ০৮:১৭ পূর্বাহ্ণ, ৫ জুলাই ২০২৪ শুক্রবার ১২১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কোটা বাতিল আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমকে হল ছাড়তে বাধ্য করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

এ ঘটনার প্রতিবাদে হলের সামনে অবস্থান নিয়েছেন ঢাবির সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাবির অমর একুশে হলের আবাসিক শিক্ষার্থী সারজিস আলমকে হল ছাড়তে বাধ্য করে ছাত্রলীগ। পরে তিনি হল বেরিয়ে যাওয়ার উদ্দেশে ফটকের সামনে আসেন। এসময় সাধারণ শিক্ষার্থীরা বাধা দেন এবং তাকে হলে থাকার পরামর্শ দেন। একইসঙ্গে হলের সামনে অবস্থান নেন সাধারণ শিক্ষার্থীরা।

এ প্রতিবেদন লেখার ১২টা ৪৫ পর্যন্ত হলের বাইরে অবস্থান নিয়ে আন্দোলন করতে দেখা গেছে কোটা বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন।

অবস্থান নেওয়া শিক্ষার্থীরা জানান, এক ভাইকে হল ত্যাগে বাধ্য করেছে ছাত্রলীগ। এর প্রতিবাদে আমরা একুশে হলের সামনে অবস্থান নিয়েছি। আন্দোলনের কাউকে হল থেকে বের হতে বাধ্য করা হলে, সাধারণ শিক্ষার্থীরা কঠিন কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT