কুমিল্লা শিক্ষাবোর্ডের কালকের এইচএসসি পরীক্ষা স্থগিত
প্রকাশিত : ০৯:০৩ পূর্বাহ্ণ, ১০ জুলাই ২০২৫ বৃহস্পতিবার ৫০ বার পঠিত
কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৬টি জেলায় আগামীকাল বৃহস্পতিবারের (১০ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার পর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন এ তথ্য জানান।
বন্যার পানিতে বিভিন্ন কেন্দ্র তলিয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
প্রফেসর রুনা নাছরীন বলেন, নতুন পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
কুমিল্লা শিক্ষ বোর্ডের অধীনে মোট ৬টি জেলার মধ্যে ফেনীতে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান তিনি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।