কুমিল্লায় ৯ ডাকাত গ্রেফতার
প্রকাশিত : ০৭:৩২ অপরাহ্ণ, ৭ জুলাই ২০২২ বৃহস্পতিবার ২১২ বার পঠিত
কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ৯ পেশাদার ছিনতাইকারী ও ডাকাত গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার ভোরে ছিনতাই এবং ডাকাতির প্রস্তুতিকালে নগরীর রেলস্টেশন এলাকা থেকে ছিনতাইকারি এবং ডাকাতদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ডিবির উপ-পরিদর্শক ইকতিয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন- শহরতলীর ধর্মপুর এলাকার নাজমুল (২৪), রিয়াদ (২০), শুক্কুর মিয়া (২৪), ইমন (২৫), ইসমাইল হোসেন (২২), রমজান হোসেন (২২), শাওন হোসেন (২০), সায়মন (২১) ও রনি (২১)।
বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
কুমিল্লা ডিবি পুলিশের ওসি কায়েস আহাম্মদ জানান, বৃহস্পতিবার ভোরে নগরীর রেলস্টেশন এলাকায় যাত্রীদের মালামাল লুট ছিনতাই এবং ডাকাতির প্রস্তুতি নেয় ২০-২৫ জনের একটি ডাকাত দল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ডিবি পুলিশের একাধিক টিম অভিযান চালায়। এতে দেশীয় অস্ত্র এবং ডাকাতির সরঞ্জামাদিসহ ৯ ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি ডাকাতরা পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বাকি ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























