কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে ৪ নারীর মৃত্যু
প্রকাশিত : ০৫:৩৯ অপরাহ্ণ, ১৯ এপ্রিল ২০২৩ বুধবার ১২৮ বার পঠিত
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ ৪জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১জন।
বুধবার (১৯ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার মীরহামজানী এলাকায় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভূঞাপুরের নিকরাইল দাস পাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিলো। হতাহতরা যাকাতের কাপড়ের জন্য রেল লাইন ধরে সল্লা এলাকার দিকে যাচ্ছিলো।
পুলিশ জানায়, ট্রেনটি কালিহাতী উপজেলার মীরহামজানী এলাকায় পৌছালে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ওই ৪ নারী নিহত হন। এ সময় আহত হন আরো এক নারী।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























