মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ চাকসু নির্বাচন: দ্বিতীয় দিনে ১৪১ জনের মনোনয়নপত্র সংগ্রহ ◈ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুর লাশ ◈ ‘সরকারি বেতন-রেশন খাস না, গুলি করবি না কেন?’ ◈ প্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে বদলি, তালিকা প্রকাশ ◈ একদিনে ৩৫ কোটি ৩০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক ◈ টানা ৫ দিন বৃষ্টির আভাস ◈ সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ ◈ শুধু নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয়: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি ◈ গেমিং অ্যাপ ব্যবহার করে যেভাবে প্রধানমন্ত্রী বেছে নিল নেপালের জেন-জিরা

কারা কীভাবে দেশ চালাবে তা জনগণ ঠিক করবে: জিএম কাদের

প্রকাশিত : ০৮:৩০ অপরাহ্ণ, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার ১২৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, কারো দয়াদাক্ষিণ্যে নয়, জনগণের ভালোবাসা নিয়ে ক্ষমতায় যেতে চাই। জনগণ এই দেশের মালিক হবে। তারা নির্বাচনের মাধ্যমে ঠিক করবেন কারা কীভাবে দেশ চালাবে। নির্বাচনের মাধ্যমে সরকার গঠন ও পরিবর্তন স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা। শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করবো না।

মঙ্গলবার বনানীতে নিজ কার্যালয়ে জাতীয় কৃষক পার্টির সঙ্গে মতবিনিময় সভায় বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, মানুষ সুশাসন চায়, ন্যায়বিচার ভিত্তিক সমাজ চায়, যেখানে গরীব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াবে সরকার। কিন্তু আমাদের সরকার হাজার কোটি টাকা লুটপাট করা ধনীদের পাশে দাঁড়ায়। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়, আমলাতন্ত্রের যোগসাজসে কিছু ব্যবসায়ী নামধারী লুটপাট করে দেশকে শেষ করে দিচ্ছে। যে যত লুটপাট করতে পারবে, সে তত সম্মানিত ব্যক্তি!

জাপা চেয়ারম্যান বলেন, সরকার সব জমি চাষের আওতায় আনতে বলছে। কিন্তু কৃষক বাঁচানোর উদ্যোহ নেই। কৃষকদের বাঁচাতে কৃষি ঋণ মাফ করতে হবে। যারা হাজার কোটি টাকা ঋণ নেয়, তাদের ঋণ সরকার মাফ করে। কিন্তু কৃষকের ১০ হাজার টাকা মাফ হয় না।

তিনি আরও বলেন, ঢাকার বাজারে কোনো পণ্যের দাম ৫০০ টাকা হলে কৃষক কেন ১০০ টাকা পাবে না? ন্যায্যমূল্যে নিশ্চিতে জাপা প্রয়োজনে আন্দোলন করবে।

কৃষক পার্টির সভাপতি সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। বক্তৃতা করেন কৃষক পার্টির শেখ আলমগীর হোসেন, শেখ হুমায়ুন কবির শাওন, কাজী জামাল উদ্দিন প্রমুখ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT