সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কর সেবা মাসে উচ্ছ্বসিত করদাতারা

প্রকাশিত : ০৭:৫৪ পূর্বাহ্ণ, ৩ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার ১৪১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন জমার সুবিধার্থে ১ নভেম্বর থেকে কর সেবা মাস শুরু হয়েছে।

নভেম্বরজুড়ে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে করসেবা দেবেন আয়কর কর্মকর্তারা। এবার আয়কর মেলা না হলেও মেলার আবহে রিটার্ন জমা দিতে পেরে উচ্ছ্বসিত করদাতারা।

কর সেবার মাস উপলক্ষ্যে প্রতিটি কর অঞ্চলের নিচে রিটার্ন গ্রহণের জন্য বুথ করা হয়েছে। এ বুথ থেকে রিটার্ন এবং চালান ফরম বিনামূল্যে দেওয়া হচ্ছে।

আয়-ব্যয়ের খরচ কীভাবে রিটার্নে উল্লেখ করতে হবে সেটি হাতে-কলমে শেখাতে ভিডিও টিউটোরিয়ালের ব্যবস্থাও রাখা হয়েছে। এর সঙ্গে সহায়তার জন্য কর কর্মকর্তাদের রাখা হয়েছে। কর কর্মকর্তারা বিনামূল্যে করদাতাদের সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত সেবা কাজে সহায়তা করছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সচিবালয়ে ও অফিসার্স ক্লাবে (১-১৪ নভেম্বর) এবং পরিকল্পনা কমিশনে (২০-২৪ নভেম্বর) রিটার্ন গ্রহণ বুথ করা হয়েছে।

সেনাবাহিনীর কর্মরতদের জন্য সেনা মালঞ্চে ৯-১০ নভেম্বর বুথ থাকবে। প্রতিটি বুথে নতুন করদাতারা ই-টিআইএন রেজিস্ট্রেশন করতে পারবেন।

এছাড়া অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। যে কোনো সমস্যায় হটলাইন নম্বরে (০৯৬১২৭১৭১৭১) ফোন করে ই-রিটার্ন সম্পর্কে পরামর্শ গ্রহণ করা যাবে।

কর অঞ্চল-১২-তে রিটার্ন জমা দিতে আসা করদাতা মিজানুর রহমান বলেন, আয়কর মেলা বা কর সেবা মাসে আয়কর অফিসে যে ধরনের সেবা পাওয়া যায়, সারা বছর সে ধরনের সেবা দিলে করদাতাদের মধ্যে করভীতি অনেকাংশেই দূর হয়ে যেত। আয়কর সম্পর্কে নেতিবাচক ধারণা দূর হতো।

তিনি আরও বলেন, নির্দিষ্ট আয় বা বেতনভোগী করদাতার সংখ্যা বেশি। তাই এই শ্রেণির করদাতাদের এনবিআরের একটি ওয়েবসাইট বানানো দরকার।

যেখানে করদাতা তার আয় বিবরণী দিলেই রিটার্ন পূরণ হয়ে যাবে। এ পদ্ধতি চালু করা গেলে মানুষজন স্বপ্রণোদিত হয়ে কর দেবে। পাশাপাশি রিটার্ন ফরম পূরণের টিউটোরিয়াল ভিডিও টেলিভিশনে প্রচার বা ইউটিউবে আপলোড দিলেও করদাতারা উপকৃত হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT