শনিবার ১৮ অক্টোবর ২০২৫, ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহেসান উল্লাহ আটক

প্রকাশিত : ০৮:০০ পূর্বাহ্ণ, ১২ অক্টোবর ২০২৪ শনিবার ৯০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কক্সবাজার শহরের বহুল আলোচিত-সমালোচিত সাবেক কাউন্সিলর এহেসান উল্লাহকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (১১ অক্টোবর) শহরের গোলদিঘির পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

এহেসানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজীম নোমান। তিনি বলেন, তাকে যৌথবাহিনী আটক করে থানায় হস্তান্তর করেছে। আটক এহেসান উল্লাহ কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। এহেসান উল্লাহর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে। এই সংক্রান্ত সদর থানায় দায়ের করা একাধিক মামলায় তিনি এজাহারনামীয় আসামি।

বৈষম্যবিরোধী আন্দোলনের কক্সবাজারের সমন্বয়করা জানিয়েছেন, কাউন্সিলর এহেসান উল্লাহ আন্দোলন চলাকালে একাধিকবার শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি অংশ নিয়েছেন। এ ছাড়া তিনি হামলায় অস্ত্র ও গোলাবারুদও জোগান দিয়েছেন।

অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার নামের একটি ফেসবুক ফেজে বলা হয়েছে, এহেসান উল্লাহ বহুল বিতর্কিত। তিনি কোটি টাকা খরচ করে সাবেক মেয়র মাহাবুবুর রহমানের সঙ্গে আতাত করে কাউন্সিলর নির্বাচিত হন। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি ও মাদক কারবারিদের আশ্রয়দাতা হিসেবে এহেসান উল্লাহ বেশ সমালোচিত। কক্সবাজারে ছাত্র আন্দোলনে তিনি অবৈধ অস্ত্র ও গোলাবারুদের জোগানদাতা। সাবেক মেয়র মাহাবুবুর রহমানের সঙ্গে তিনি ছাত্রদের ওপর নির্বিচারে গুলি ও হামলা চালায়। এ ছাড়া খুরুশকুলের শীর্ষ সন্ত্রাসী ২৬ মামলার আসামি মামুনের অন্যতম সঙ্গী এই এহেসান উল্লাহ। অবশেষে তিনি আইনের আওতায় আসায় যৌথবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সমন্বয়করা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT