এশিয়া কাপ ক্রিকেট ২০২৫-এর ম্যাচগুলো ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে টাইগাররা লিটন দাসের নেতৃত্বে মাঠে নামবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে। দুইটি ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।
টিকিটের মূল্য নির্ধারিত হয়েছে বিভিন্ন শ্রেণিতে। নর্থ স্ট্যান্ডের টিকিট সর্বনিম্ন ২,০৬৮ টাকা (১৭ ডলার) এবং সাউথ গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিট ৩,৪৪৭ টাকা। সবচেয়ে ব্যয়বহুল টিকিট হলো ভিআইপি স্যুট, যা চারজন একসঙ্গে খেলা দেখতে পারবেন এবং এর মূল্য ৬৮,৯৩০ টাকা (৫৬৬.৭৬ ডলার)। অনলাইনে টিকিট কেনা যাবে abu-dhabi.platinumlist.net থেকে।
মোট ৮টি দল অংশ নিচ্ছে, যা আগের আসরের তুলনায় দুইটি বেশি। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, ১৯টি ম্যাচের মধ্যে ১৮টির সময় পরিবর্তন করা হয়েছে। সব ম্যাচ এখন শুরু হবে স্থানীয় সময় বিকেল ৬টা ৩০ মিনিটে, অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। মাত্র একটি ম্যাচের সময় অপরিবর্তিত—১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মধ্যে, যা স্থানীয় সময় বিকেল ৪টায়, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
মোট ১৯টি ম্যাচের মধ্যে ১১টি অনুষ্ঠিত হবে দুবাইয়ে, বাকি ৮টি আবুধাবিতে। উদ্বোধনী ম্যাচ আবুধাবিতে, ফাইনাল হবে দুবাইয়ে।
প্রকাশক মোঃ সোহেল রানা ও সম্পাদক: মোঃ মোজাম্মেল হক। ২৭, কমরেড রওসন আলী রোড, বজলুর মোড়, কুষ্টিয়া-৭০০০।
© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | Design and Developed by- DONET IT