রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

এমপি আজীম হত্যা কলকাতায় ব্যস্ত সময় পার ডিবির, জিহাদকে জেরা

প্রকাশিত : ০৫:৪৩ পূর্বাহ্ণ, ২৭ মে ২০২৪ সোমবার ১০৭ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার রহস্য উদ্ঘাটনে গতকাল রোববার কলকাতায় ব্যস্ত সময় পার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন কর্মকর্তা। কিলিং মিশনে ‘কসাইয়ের’ ভূমিকা রাখা জিহাদ হাওলাদারকে জেরা করেন তারা।

গতকাল সকালে একটি ফ্লাইটে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে তিন সদস্যের দলটি কলকাতা পৌঁছায়। এ দলে রয়েছেন ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ ও অতিরিক্ত উপকমিশনার শাহিদুর রহমান।
বেলা সাড়ে ১১টার দিকে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের হারুন জানান, এমপি আজীমের লাশ বা লাশের অংশবিশেষ উদ্ধার না হলে এ মামলা নিষ্পত্তি করা যাবে না। তাঁকে নৃশংসভাবে হত্যা করে কলকাতার কোথাও ফেলে দেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে খুনের পরিকল্পনা হলেও সেটি বাস্তবায়ন হয়েছে কলকাতায়। পরে এমপি আজীমের লাশ গুম করার জন্য টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে।

ডিবি-প্রধান বলেন, চরমপন্থি নেতা শিমুল বিশ্বাসের কাছ থেকে অনেক তথ্য পেয়েছি। পশ্চিমবঙ্গের পুলিশের সঙ্গে আমরা এসব তথ্য বিনিময় করব। কলকাতা পুলিশের সহযোগিতায় খুনের নেপথ্যের কারণ বের করা সম্ভব হবে।

তিনি বলেন, ঘটনার সঙ্গে দুটি দেশ জড়িয়ে গেছে। ফলে বাংলাদেশে গ্রেপ্তার ও কলকাতায় গ্রেপ্তারদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে আইনি বিষয় রয়েছে। তবে আমরা দু’দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।
লাশ খুঁজে পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করে হারুন বলেন, পশ্চিমবঙ্গের পুলিশ ও সিআইডি অনেক কাজ করছে, তারা বেশ এগিয়েছে। আমরা আশা করছি, খুব দ্রুত এমপি আজীমের বিষয়ে তথ্য পেয়ে যাব।

বিমানবন্দর থেকে ডিবির কর্মকর্তারা নিউ টাউনের ওয়েস্টিন হোটেলে যান। সেখান থেকে সল্টলেকের সেক্টর ফাইভ এলাকায় সৃজন করপোরেট পার্ক হয়ে কলকাতার নিউ টাউন থানায় আসেন। মাত্র ১৫ মিনিট নিউ টাউন থানার ওসি কল্লোল কুমার ঘোষের সঙ্গে কথা বলেন। তদন্তের গতি-প্রকৃতি নিয়ে আলোচনা শেষে তারা নিউ টাউনের সঞ্জিভা গার্ডেনে যান। এ সময় তাদের সঙ্গে ছিলেন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা।

সঞ্জিভা গার্ডেন থেকে বের হয়ে কলকাতার ভবানী ভবনের রাজ্য পুলিশের সদরদপ্তরে যায় গোয়েন্দা দল। সেখানে সিআইডির অতিরিক্ত মহাপরিচালক আর রাজাশেখরণের সঙ্গে আলাদাভাবে কথা বলেন। পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে গ্রেপ্তার জিহাদ হাওলাদারকেও জিজ্ঞাসাবাদ করেন বলে জানা গেছে। পরে রাত পৌনে ৯টার দিকে সিআইডি ভবন ছাড়েন ডিবির কর্মকর্তারা।

আজ সোমবার সকালে ফের সঞ্জিভা গার্ডেনে যাবেন ডিবির দল এবং সেখানে সাংবাদিকদের মুখোমুখি হবেন ডিবি-প্রধান হারুন অর রশীদ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT