বুধবার ১৫ অক্টোবর ২০২৫, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

এবার প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগেও নতুন নিয়ম

প্রকাশিত : ০৭:১৪ পূর্বাহ্ণ, ১ অক্টোবর ২০২৫ বুধবার ২৭ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের ক্ষমতা আর থাকছে না ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে। এ পদগুলোতে এখন থেকে সরকারের তত্ত্বাবধানে নিয়োগ সুপারিশপ্রক্রিয়া পরিচালিত হবে। নিয়োগ পদ্ধতি নির্ধারণে ইতোমধ্যেই শিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের জন্য আয়োজিত এক কর্মশালায় এই তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-র চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, সিদ্ধান্ত হয়েছে—প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে এখন থেকে সরকার নিয়োগ দেবে, আগের মতো পর্ষদ নয়।

তবে এই নিয়োগ কে পরিচালনা করবে—এনটিআরসিএ না অন্য কেউ, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি বিষয়টি নির্ধারণ করবে। কমিটিতে এনটিআরসিএ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর-এর প্রতিনিধিরা রয়েছেন।

চেয়ারম্যান আরও জানান, এই পদগুলোতে কীভাবে নিয়োগ দেওয়া হবে, কোন নীতিমালা অনুসরণ করা হবে—তা এ কমিটি নির্ধারণ করবে। এ পর্যন্ত নিয়োগপ্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।

এর আগে, ২৯ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক পরিপত্রে বেসরকারি স্কুল ও কলেজের কর্মচারী নিয়োগে সুপারিশ কমিটির সভাপতি পদ থেকেও ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিকে সরিয়ে দেয় জেলা প্রশাসকদের (ডিসি) হাতে এই দায়িত্ব।

উল্লেখ্য, বর্তমানে এনটিআরসিএ শুধুমাত্র প্রবেশ পর্যায়ের শিক্ষক ও প্রভাষক পদে নিয়োগ সুপারিশ করে থাকে। তবে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান এবং কর্মচারী নিয়োগে এতদিন দায়িত্ব ছিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের হাতে।

এনটিআরসিএ আয়োজিত ওই কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সংস্থার সদস্য এরাদুল হক, মুহম্মদ নূরে আলম সিদ্দিকী, পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ, সচিব এ এম এম রিজওয়ানুল হক এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT