এক বছর পর কারামুক্ত হলেন যুবদল নেতা গোলাম মাওলা শাহীন
প্রকাশিত : ০৫:৪৩ অপরাহ্ণ, ৬ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার ১২৭ বার পঠিত
এক বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীন। সোমবার রাত ১০টার পরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি যুবদলের এক নেতার বাবার জানাজা শেষে ফেরার পথে শ্যামপুর থানা পুলিশ শাহীনকে আটক করে। এরপর একাধিক মামলায় তার কারাবাস দীর্ঘায়িত করা হয় বলে অভিযোগ শাহীনের।
তিনি জানান, এক মামলায় জামিন হলে আরেক অজ্ঞাত মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট করে কারাগারে রাখা হয় তাকে। এভাবে গত এক বছরে ১৩টির বেশি মামলায় তাকে অ্যারেস্ট দেখানো হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।