মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ চাকসু নির্বাচন: দ্বিতীয় দিনে ১৪১ জনের মনোনয়নপত্র সংগ্রহ ◈ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুর লাশ ◈ ‘সরকারি বেতন-রেশন খাস না, গুলি করবি না কেন?’ ◈ প্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে বদলি, তালিকা প্রকাশ ◈ একদিনে ৩৫ কোটি ৩০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক ◈ টানা ৫ দিন বৃষ্টির আভাস ◈ সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ ◈ শুধু নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয়: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি ◈ গেমিং অ্যাপ ব্যবহার করে যেভাবে প্রধানমন্ত্রী বেছে নিল নেপালের জেন-জিরা

উকিল সাত্তারকে জেতাতে মাঠে আ.লীগ নেতারা

প্রকাশিত : ০৬:০৮ অপরাহ্ণ, ২৬ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার ১৩৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচন কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তারের পক্ষে আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের নেতারা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তারের পক্ষে মো. হানিফ মুন্সি গণসংযোগ করেন আশুগঞ্জ উপজেলার তালশহর বাজার, তালশহর রেলগেট, আশুগঞ্জ সদর ইউনিয়নের নাওঘাটসহ উপজেলার বিভিন্ন এলাকায়।

এ সময় তার সঙ্গে ছিলেন- আশুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার মো. মোস্থফা মিয়া, উপজেলার নাওঘাট গ্রামের বিশিষ্ট মুরব্বি আনোয়ারুল হক ভুঁইয়া, মানিক মিয়া, মান্নান মিয়া, আসাদ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান ভুঁইয়া, সদর ইউনিয়নের আওয়ামী লীগের আহ্বায়ক মোখলেছুর রহমান ভুঁইয়া, তালশহর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমাঈল মিয়া, তালশহর ইউনিয়ন পরিষদের ৩ ওয়ার্ডের ইউপি সদস্য মজিবুর রহমান, ৫নং ওয়ার্ডের মেম্বার নিয়াজ আক্তার হোসেন, সদর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা কামাল, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সামসুল আলম কাজল, খারাসার গ্রামের রুস্তম আলী, জাকির হোসেন ইকবাল, মান্নান মিয়া, আবদুল সালাম, ঢাকা উত্তর ছাত্রলীগের নেতা সজিব ভুঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আকরামুল ভুঁইয়া, জগদীশপুর ৮নং ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ নেতা মো. আলম মিয়া, শাহিন কাদির, মুরাদ মিয়া সফিউল্লাহ, শিমুল, সাবেক ইউপি সদস্য মো. সানাউল্লাহ প্রমুখ।

গণসংযোগ শেষে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি বলেন, উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া একজন জনপ্রিয় নেতা হিসেবে এই আসনে পাঁচবার এমপি নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের দলীয় প্রার্থী না থাকায় আওয়ামী লীগের কর্মীরা তার নির্বাচন করছেন এবং ১ ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ী হবেন তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT