ঈদের দিন বাসচাপায় এসআইয়ের পর মারা গেলেন দুদক কর্মকর্তা
প্রকাশিত : ০৬:০৭ পূর্বাহ্ণ, ২৩ এপ্রিল ২০২৩ রবিবার ১১৯ বার পঠিত
বরিশাল নগরীতে বাসের চাঁপায় ফায়েজ নামে ঢাকা মহানগর পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) ও এমদাদুল হক নামে দুদকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
শনিবার বিকাল ৪টার দিকে বরিশাল-ঝালকাঠি সড়কের নগরীর রুপাতলী বসুন্ধরা হাউজিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন।
নিহত এসআই ফায়েজ (৩৩) ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুরা গ্রামের আব্দুল মালেকের ছেলে। ফায়েজ ডিএমপির বিশেষ শাখায় কর্মরত ছিলেন। আহত অবস্থায় চিকিৎসাধীন এমদাদুল হক (৩৫) রাত ৮টার দিকে মারা গেছেন। তিনি নলছিটি উপজেলার গৌরিপাশা গ্রামের আব্দুল লতিফ মল্লিকের ছেলে। তিনি হবিগঞ্জের দুদক কার্যালয়ের কর্মকর্তা ছিলেন।
ওসি আনোয়ার হোসেন বলেন, পুলিশ কর্মকর্তা ঈদের ছুটিতে কয়েকদিন পূর্বে বাড়িতে এসেছেন। বরিশাল নগরীতে শ্বশুরবাড়ি থেকে দুদক কর্মকর্তাকে নিয়ে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন এসআই। নগরীর রুপাতলী বাস টার্মিনালগামী হিমেল পরিবহণের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর এসআই ফায়েজকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর আরোহীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহীকে রক্ষা করতে গিয়ে বাস রাস্তার পাশে খাদে নামিয়ে দেয়। তারপরেও মোটরসাইকেলসহ আরোহী বাসের নিচে চাপা পড়েছেন। বাসটি গাছের সঙ্গে আটকে না থাকলে যাত্রীদের নিয়ে পুকুরে পড়ে যেত।
ঘটনাস্থলে থাকা কোতোয়ালি মডেল থানার এসআই আরাফাত হাসান বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























