ইলিশ ধরার নিষেধাজ্ঞার খবরে মাছ বাজারে উপচে পড়া ভিড়
প্রকাশিত : ০৮:২৮ পূর্বাহ্ণ, ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার ১৩৫ বার পঠিত
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার এ সময়ে সামুদ্রিক মাছের চাহিদা পূরণ করতে মাছ কিনতে বরগুনা পৌরসভার মাছ বাজারে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়।
বুধবার রাত ১০টা থেকে এমন দৃশ্য দেখা গেছে বরগুনা পৌর মাছ বাজারে।
মাছ বিক্রেতারা জানান, নিষেধাজ্ঞার কথা শুনে মাছ কিনতে মাছ বাজারে ভিড় করছেন স্থানীয় ক্রেতারা। তাই অন্যদিনের তুলনায় চাহিদা অনুযায়ী মাছ দিতে পারছেন না তারা।
মাছ ক্রেতা পৌর এলাকার বাসিন্দা রিয়াজুল বলেন, নিষেধাজ্ঞার সময় ইলিশ ধরা, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকবে। তাই ইলিশ কিনতে বাজারে এসেছি। কিন্তু এসে দেখি অনেক ভিড়। কারণ শেষ সময়ে আমার মতো এমন অনেকেই মাছ কিনতে বাজারে এসেছেন।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে ২২ দিনের জন্য নিষিদ্ধ হচ্ছে ইলিশ ধরা। যা অব্যাহত থাকবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। এ সময় মাছ ধরা, পরিবহণ, বিপণন ও সংরক্ষণ নিষিদ্ধ থাকবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


































