ইউনাইটেড নেশন সেশন-ওয়ানের পুরস্কার বিতরণী
প্রকাশিত : ০৮:২১ পূর্বাহ্ণ, ১৪ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার ১০৪ বার পঠিত
ইউনিভার্সিসি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্স এর বারিধারা ক্যাম্পাসে মডেল ইউনাইটেড নেশন সেশন-ওয়ানের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকার ১৯টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৩৫৮ জন শিক্ষার্থীর অংশগ্রহণে দুই দিনব্যাপি আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে ইন্টারন্যাশনাল গ্লোবাল অ্যাফেয়ারর্স কাউন্সিল। এ সময় শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বক্তব্য রাখেন প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা ও প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল কনসালটেন্ট চেয়ারপারসন এনামুল হক সরকার।
এনামুল হক সরকার দেশের ছাত্রছাত্রীদের মধ্যে কূটনৈতিক দক্ষতা অর্জন, বাংলাদেশকে বিশ্বপরিমন্ডলে মাথা উচু করে দাড়াতে শিক্ষার্থীর উদ্বুদ্ধকরণ ও বিশ্বকে নেতৃত্ব দেওয়ার চ্যালেঞ্জ গ্রহণের জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
আইইউবইর শিক্ষার্থী ফারজিয়া জান্নাত তায়েবা মডেল জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন। মডেল জাতিসংঘ সেশন-ওয়ানে বেস্ট ডেলিগেট, আউটস্ট্যান্ডিং ডেলিগেট স্পেশাল মেনশন, অনারেবল মেনশনসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























