সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ ছাত্র-শিক্ষক রাজনীতিতে ধ্বংস হচ্ছে শিক্ষাব্যবস্থা: বদিউল আলম ◈ সার্কিট ব্রেকারের শীর্ষে চার কোম্পানির শেয়ার ◈ নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ৬ মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবেন ◈ গাজায় ইসরায়েলের জাতিগত নিধন অভিযানে যুক্তরাষ্ট্র জড়িত ◈ ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কাতারের প্রধানমন্ত্রীর আহ্বান ◈ স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা: পুলিশ ◈ ভারি বৃষ্টিপাতে প্লাবিত হতে পারে ৯ জেলার নিম্নাঞ্চল ◈ টাইফয়েডের টিকা পাবে ৪ কোটি ৯০ লাখ শিশু, দিবে যেদিন থেকে ◈ মেগাসিরিয়াল ‘খুশবু’র আইটেম গানে মাহি ◈ মৃত্যুর পাঁচ বছর পর এন্ড্রু কিশোরকে কর পরিশোধের নোটিশ

আ.লীগ বাদে সব দলকে আমন্ত্রণ জানাল ইসলামী আন্দোলন

প্রকাশিত : ০৬:১৪ পূর্বাহ্ণ, ২৪ জুন ২০২৩ শনিবার ১২৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সব রাজনৈতিক দল ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গুলিস্তানের একটি হোটেলে শনিবার সকালে দলের আমির চরমোনাই পির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমের সভাপতিত্বে এ সভা হবে।

এতে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীসহ সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হলেও আমন্ত্রণ পায়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ।

ইসলামী আন্দোলনের নেতারা জানিয়েছেন, ‘বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণ এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের লক্ষ্যে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা সকাল সাড়ে দশটায় শুরু হবে। সভায় রাজনৈতিক দলগুলোর বক্তব্য বিশ্লেষণ করে নিজেদের আগামী দিনের রাজনৈতিক অবস্থান ঘোষণা করতে পারেন চরমোনাই পির।

এক্ষেত্রে আগের মতোই স্বতন্ত্র অবস্থান নাকি রাজনৈতিক কোনো জোটে যুক্ত হবে ইসলামী আন্দোলন, তা অনেকটাই স্পষ্ট হবে। এছাড়া সরকারের পদত্যাগসহ দশ দফা দাবিতে বিএনপি ও সমমনা রাজনৈতিক দল ও জোট আন্দোলন করছে। ইসলামী আন্দোলন একই দাবিতে পৃথকভাবে আন্দোলনে থাকবে কিনা তাও সভায় পরিষ্কার করা হতে পারে।

জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপকমিটির সহকারী সমন্বয়কারী শহিদুল ইসলাম কবির বলেন, ‘আওয়ামী লীগ ছাড়া বিএনপি ও জাতীয় পার্টিসহ অন্যান্য সব দল ও সুধী সমাজকে আমন্ত্রণ জানানো হয়েছে। দল হিসাবে জামায়াতকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে দলটির নেতা খলিলুর রহমান মাদানীকে ব্যক্তিগতভাবে মতবিনিময় সভায় অংশগ্রহণের দাওয়াত দেওয়া হয়েছে।’

জানা গেছে, খলিলুর রহমান জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য। ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের দিন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর যে হামলায় হয়, তার নিন্দা জানান তিনি। পরে সমবেদনা জানাতে বরিশালেও ছুটে গিয়েছিলেন খলিলুর রহমান।

সূত্র জানায়, চরমোনাই পির পরিবারের সন্তান ফয়জুল করীম ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও দলের সবচেয়ে প্রভাবশালী নেতা। তার ওপর হামলার ঘটনা ভালোভাবে নেয়নি পির পরিবার।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT