রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগ নিজেরাই পাচার করা অর্থ ফিরিয়ে এনে জায়েজ করবে: ফখরুল

প্রকাশিত : ১০:০৮ অপরাহ্ণ, ২৯ মে ২০২২ রবিবার ২২৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা নিজেরাই বিদেশে পাচার করা অর্থ আবার দেশে ফিরিয়ে এনে জায়েজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, তারা দেশের লুট করা সম্পদ ফিরিয়ে নিয়ে এসে আবারও লুটপাটের সুযোগ করে দেবে। আওয়ামী লীগকে কোনো মতেই বিশ্বাস করা যায় না। এরা বরাবরই প্রতারক। আওয়ামী লীগকে কোনোভাবেই আর ক্ষমতায় থাকতে দেয়া যায় না। একদিন ক্ষমতায় থাকলেও দেশ ও জাতির ক্ষতি।

রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, এখন মানুষ মুক্তি চায়। এখন মানুষ তার হারানো অধিকারকে ফিরে পেতে চায়। এখন মানুষ একটা স্বাভাবিক জীবন-যাপন করতে চায়। এই হত্যা, গুম-খুন, জখমের মধ্যে থেকে বেরিয়ে আসতে চায়। সেটা অবশ্যই সফল হবে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান হচ্ছেন আমাদের আলোকবর্তিকা। যার দিকে তাঁকিয়ে আমরা কথা বলব। তার ব্যর্থতা নেই। তিনি শহীদ হয়ে গেছেন। কিন্তু তার আদর্শ ফুরিয়ে যায়নি। আজ আবার যখন সবচেয়ে বড় সংকট দেশের গণতন্ত্র ধবংস হয়ে গেছে, সমস্ত অধিকারগুলো কেড়ে নিয়ে গেছে, সব কিছু উলট-পালট হয়ে যাচ্ছে, ম্লান হয়ে যাচ্ছে তখন আবার সামনে এসে আবির্ভুত হয়েছেন জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরী তারেক রহমান। যিনি সুদূর থেকে পথে দিশা দিচ্ছেন।

দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের সকল চেতনা, জিয়াউর রহমান সকল আদর্শ, সকল কর্মসূচি আওয়ামী লীগের সম্প্রসারণবাদ, আধিপত্যবাদের এজেন্টরা ধবংসের মুখে নিয়ে গেছে। আজকে গণতন্ত্র নাই, মানুষের অধিকার নাই, ভোটের অধিকার নাই, মানবাধিকার নাই, দ্রব্যমূল্যের ঊধর্বগতিতে মানুষে নিষ্পেষিত।

তিনি বলেন, এই অবস্থা থেকে উত্তরণের সময় এসেছে। এই সরকারকে একটা ধাক্কা দিতে হবে। তারা অত্যন্ত দুর্বল। এখন দরকার একটা ধাক্কা দেয়া। এজন্য রাজপথে ফয়সালা হতে হবে। এজন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একটা ধাক্কা দিয়ে এই সরকারকে হটিয়ে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, অধ্যাপক সাহিদা রফিক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বক্তব্য রাখেন।

যুবদলের সুলতান সালাহ উদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, মহানগর দক্ষিণের রফিকুল আলম মজনু, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের হেলেন জেরিন খান প্রমুখ আলোচনা সভায় বক্তব্য দেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT