রবিবার ০২ নভেম্বর ২০২৫, ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ গণভোট ইস্যুতে মুখোমুখি বিএনপি-জামায়াত ◈ শাহজালালে যাত্রীর পাকস্থলীতে মিলল ৬৩৭৮ ইয়াবা ◈ চলতি বছর স্বর্ণের দাম বেড়েছে ৫০ বার, কমেছে কত বার? ◈ সকাল ৯টার মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ বিএনপির একজন নেতার চাঁদাবাজির টাকা দিয়েই গণভোট আয়োজন সম্ভব: পাটওয়ারী ◈ ঢাকায় জুলাইযোদ্ধা শাফিনের রহস্যজনক মৃত্যু ◈ জামায়াত নিষিদ্ধে আলালের বক্তব্যে প্রতিক্রিয়া জানালেন আবদুল হালিম ◈ বিএনপি ও জামায়াতের মধ্যে বোঝাপড়া হচ্ছে বলে শুনতে পাচ্ছি: পাটওয়ারী ◈ জামায়াত-বিএনপি ও এনসিপির কাঠামোর মধ্যে নির্বাচন সম্ভব নয়: জাপা মহাসচিব ◈ নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত

‘আ.লীগের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই’

প্রকাশিত : ০৯:২৩ পূর্বাহ্ণ, ২৬ অক্টোবর ২০২৪ শনিবার ১১১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মুহাম্মদ মামুনুল হক বলেছেন,অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ এবং তার রাজনীতি ছিল সন্ত্রাসনির্ভর রাজনীতি। আওয়ামী লীগকেও এ দেশের রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

শুক্রবার (২৫ অক্টোবর) লক্ষ্মীপুরে খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, আমরা দেখেছি গত ১৫ বছর শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। এভাবে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের দূরত্ব সৃষ্টি করেছে। পতনের পর হাসিনার বিরুদ্ধে এ দেশের মানুষ খুন ও দুর্নীতির মামলা করেছে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাব- ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারি করে শেখ হাসিনা ও তার দোসরদের ফিরিয়ে এনে এই দেশের মাটিতে বিচার করতে হবে।

তিনি বলেন, দীর্ঘ আত্মদান-রক্তদানের মধ্য দিয়ে আমরা গত ৫ আগস্ট এ দেশের নতুন স্বাধীনতা পেয়েছি। অনেক রক্তের বিনিময়ে আজ আমরা মুক্ত হয়েছি। ইতিহাস প্রমাণ করে- বিজয় এবং স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, তার সুফল ঘরে তোলাও ততটা কঠিন।

তিনি আরও বলেন, বিজয়ের আনন্দে উদ্বেলিত হলে চলবে না। আমাদের সজাগ থাকতে হবে। ঐক্যে থাকতে হবে। এখনই পারস্পরিক প্রতিযোগিতায় লিপ্ত হয়ে সে ফ্যাসিবাদকে আবারও রাজনীতিতে পুনর্বাসন হওয়ার সুযোগ দেওয়া যাবে না। কোনোভাবেই ফ্যাসিবাদকে এই বাংলার মাটিতে আর প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না।

খেলাফত মজলিস লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা লোকমান হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, মাওলানা আতাউল্লাহ্ আমিন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা মোহাম্মদ ফয়সাল, মাওলানা আবু সাইদ নোমান ও মাওলানা ওযায়ের আমিন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT