সোমবার ০৩ নভেম্বর ২০২৫, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আমি গণমাধ্যমকে ভয় পাই: ইসি আলমগীর

প্রকাশিত : ০৭:৩৩ পূর্বাহ্ণ, ২৯ এপ্রিল ২০২৪ সোমবার ১০৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের চেয়ে উপজেলা পরিষদ নির্বাচনে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। জাতীয় নির্বাচনে সেনাবাহিনী ছিল, এখন শুধু সেনাবাহিনী থাকবে না।

রোববার বিকালে গোপালগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন একযোগে অনুষ্ঠিত হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্য পর্যাপ্ত থাকে না। তবে উপজেলা নির্বাচন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য পর্যাপ্ত মাঠে থাকবে।

সুষ্ঠু নির্বাচনের রেকর্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, জাতীয় নির্বাচনে যত ফোর্স দেওয়া ছিল তার চেয়ে ডাবল হবে। কোনো কোনো ক্ষেত্রে চারগুণও হতে পারে।

নির্বাচন কমিশনার বলেন, গণমাধ্যমের সামনে সব ধরনের কথা বলা রিস্ক। আমি গণমাধ্যমকে ভয় পাই। আমি কোথাও বলিনি শতকরা ৮০ ভাগ ভোট পড়বে। তবে কোনো কোনো গণমাধ্যম তা প্রচার করেছে। অনেকে আবার কলামও লিখেছেন।

এ সময় পুলিশ সুপার আল বেলী আফিফা, জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফায়জুল হক মোল্লাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT