শনিবার ১৮ অক্টোবর ২০২৫, ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আনসারকে বকশিশ না দেওয়ায় রোগীর স্বজনদের মারধর

প্রকাশিত : ০৪:৪৭ পূর্বাহ্ণ, ১৭ মার্চ ২০২৪ রবিবার ১২৫ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানীর শিশু হাসপাতালে আনসার সদস্যদের বকশিশ না দেওয়ায় রোগীর স্বজনদের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় শিশু হাসাপতালে দায়িত্বরত কয়েকজন আনসার সদস্যকে আটক করেছে শেরে-বাংলা-নগর থানা পুলিশ। শনিবার সকালে শিশু হাসপাতালের ভিতর এ ঘটনা ঘটে।

হামলার শিকার শিশুর খালা শিমা আক্তার বলেন, আমার বোনের এক মাস বয়সি ছেলের শ্বাসকষ্ট দেখে শনিাবর সকাল ৬টার দিকে শিশু হাসপাতালে নিয়ে আসি। সকাল থেকে অনেক বড় লাইন ধরে চিকিৎসা নিতে হয়েছে। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক জানান আমার বোনের ছেলের নিউমোনিয়া হয়েছে। কিন্তু, হাসপাতালে বেড না থাকায় চিকিৎসক অন্য হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। তখন আমরা হাসপাতাল থেকে বের হওয়ার পথে একজন আনসার সদস্য আমার বোনের স্বামী আরিফের কাছে এক হাজার টাকা বকশিশ দাবি করেন। তখন তিনি প্রতিবাদ করে বলে, এক মাস বয়সি বাচ্চাকে নিয়ে এলাম ভালোভাবে চিকিৎসা না দিয়ে উল্টো সিন্ডিকেট করছেন। এখানে ভর্তি না করিয়ে অন্য হাসপাতালে ভর্তি করাতে বললেন। এ কথা বলায় আনসার সদস্যরা তাকে মারধর করেন।

এমনকি কোল থেকে শিশু বাচ্চাকে ফেলে দেন। ওই সময় বেশ কয়েকজন আনসার সদস্য এসে আমার বোনের স্বামীকে মারধর করতে থাকেন। তখন তার সঙ্গে থাকা ২০ হাজার টাকা ও মোবাইল ফোন খোয়া গেছে। আমরা থানায় গিয়ে বিষয়টি জানালে পুলিশ আসে। পুলিশ প্রাথমিকভাবে তদন্ত করে সত্যতা পাওয়ায় তিন আনসার সদস্যকে থানায় নিয়ে যায়।

শেরে-বাংলা-নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী জানান, শিশু হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে আনসার সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটেছে। রোগীর স্বজনরা মামলা করার পর আমরা দুজন আনসার সদস্যকে ইতিমধ্যে গ্রেফতার করেছি। অন্য আসামিদের গ্রেফতার করতে চেষ্টা চলছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT