জুলাই মাসের তুলনায় আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। মূলত খাদ্যবহির্ভূত পণ্যের দাম কিছুটা কমার কারণে এই স্বস্তি মিলেছে। তবে নিম্ন আয়ের মানুষের উদ্বেগের কারণ, খাদ্যপণ্যের দাম বাড়ার প্রবণতা এখনও অব্যাহত আছে।
সার্বিক মূল্যস্ফীতি এখন ৮ দশমিক ২৯ শতাংশ। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ। অবশ্য, সার্বিক কমলেও আগস্টে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কিছুটা বেড়ে হয়েছে ৭ দশমিক ৬০ শতাংশ, যা জুলাই মাসে ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। রোববার (৭ সেপ্টেম্বর) সংস্থার ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
বিবিএসের প্রতিবেদন বলছে, আগস্টে খাদ্যবহির্ভূত পণ্যের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। মাসটিতে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৯ শতাংশে নেমেছে। আগের মাসেও যা ছিল ৯ দশমিক ৩৮ শতাংশ।
মূল্যস্ফীতি গত কয়েক মাস ধরেই কমছে। গত জুনে মূল্যস্ফীতি ৯ দশমিক শুন্য ৫ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৪৮ শতাংশে নেমে আসে, যা ছিল গত ২৭ মাসের মধ্যে সর্বনিম্ন।
প্রকাশক মোঃ সোহেল রানা ও সম্পাদক: মোঃ মোজাম্মেল হক। ২৭, কমরেড রওসন আলী রোড, বজলুর মোড়, কুষ্টিয়া-৭০০০।
© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | Design and Developed by- DONET IT