সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ ছাত্র-শিক্ষক রাজনীতিতে ধ্বংস হচ্ছে শিক্ষাব্যবস্থা: বদিউল আলম ◈ সার্কিট ব্রেকারের শীর্ষে চার কোম্পানির শেয়ার ◈ নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ৬ মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবেন ◈ গাজায় ইসরায়েলের জাতিগত নিধন অভিযানে যুক্তরাষ্ট্র জড়িত ◈ ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কাতারের প্রধানমন্ত্রীর আহ্বান ◈ স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা: পুলিশ ◈ ভারি বৃষ্টিপাতে প্লাবিত হতে পারে ৯ জেলার নিম্নাঞ্চল ◈ টাইফয়েডের টিকা পাবে ৪ কোটি ৯০ লাখ শিশু, দিবে যেদিন থেকে ◈ মেগাসিরিয়াল ‘খুশবু’র আইটেম গানে মাহি ◈ মৃত্যুর পাঁচ বছর পর এন্ড্রু কিশোরকে কর পরিশোধের নোটিশ

আওয়ামী লীগকে ষড়যন্ত্র করে কখনো উৎখাত করতে পারবে না: ড. সেলিম মাহমুদ

প্রকাশিত : ০৮:৩৫ পূর্বাহ্ণ, ২৮ আগস্ট ২০২৩ সোমবার ১৩৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ বিরোধী শক্তি ষড়যন্ত্র করে একবারই সফল হয়েছিল। সেটি ১৯৭৫ সালে। ‌জাতির পিতা সরলভাবে সবাইকে বিশ্বাস করেছিলেন। সেই বিশ্বাসের সুযোগ নিয়েই ষড়যন্ত্রকারীরা সফল হয়েছিল। ‌বিএনপি ও তার মিত্ররা এবার যতই ষড়যন্ত্র করুক না কেন, শেখ হাসিনার আওয়ামী লীগকে ষড়যন্ত্র করে আর কখনো উৎখাত করতে পারবে না।

রোববার (২৭ আগস্ট) চাঁদপুরের কচুয়ার সাচার ডিগ্রি কলেজ মাঠে জাতীয় শোক দিবসের এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সেলিম মাহমুদ বলেন, বিএনপি ও তাদের মিত্র দেশবিরোধী শক্তি অবৈধ ও সাংবিধানিকভাবে ক্ষমতা দখল করতে চায়। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। ১৯৭৫ সালে তারা সপরিবারে জাতির পিতাকে হত্যা করে ক্ষমতা নিয়েছিল। সেদিন জাতির পিতাকে হত্যা না করলে আওয়ামী লীগকে কখনও ক্ষমতাচ্যুত করতে পারতো না। বিএনপি ও দেশবিরোধী শক্তি ঐতিহাসিকভাবে সেই পথেই হাঁটছে। তবে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ যেকোনো চক্রান্তকারীর ষড়যন্ত্র রুখে দিতে সক্ষম। ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগকে আর কেউ উৎখাত করতে পারবে না।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার প্রমুখ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT