বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল কক্সবাজার এক্সপ্রেস

প্রকাশিত : ০৫:৫৫ অপরাহ্ণ, ২৪ মার্চ ২০২৪ রবিবার ৮৫ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস। রোববার দুপুর দেড়টার দিকে ডুলাহাজারা পার হয়ে চকরিয়া ঢোকার মুখে রেললাইনের উপর উঠে আসা গাছবাহী একটি ট্রলি গাড়িকে ধাক্কা দেয় কক্সবাজার এক্সপ্রেস।

তবে গতি কম থাকায় ট্রলিটি কিছু দূরে ছিটকে গেলে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ছাইরাখালী এলাকায় পৌঁছালে ওই এলাকার সড়কে সিগনাল না থাকায় গাছবাহী একটি ট্রলি রেললাইন অতিক্রমের সময় দুর্ঘটনাটি ঘটে। ট্রলির ড্রাইভার লাফ দিয়ে জীবন রক্ষা করলেও ট্রলিটি দুমড়ে মুচড়ে যায়।

চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেন আসার আগে স্থানীয় একটি মালবাহী ট্রলি রেললাইনে উঠে যায়। ট্রেনের গতি স্বাভাবিকের তুলনায় কম থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। ২৫ মিনিট পর কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে।

এদিকে কক্সবাজার এক্সপ্রেসের চালক (লোকোমাস্টার) আবদুল আওয়াল রানা জানান, গাছবাহী নসিমনটি রেললাইনে আটকে যায়। তবে ট্রেনের গতি কম থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। পরে তিনি তার সহকারী লোকোমাস্টার, স্টাফ এবং এলাকাবাসীর সহায়তায় নসিমনকে রেললাইন থেকে অপসারণ করে রেললাইন চলাচলের উপযুক্ত করেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT