সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ ছাত্র-শিক্ষক রাজনীতিতে ধ্বংস হচ্ছে শিক্ষাব্যবস্থা: বদিউল আলম ◈ সার্কিট ব্রেকারের শীর্ষে চার কোম্পানির শেয়ার ◈ নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ৬ মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবেন ◈ গাজায় ইসরায়েলের জাতিগত নিধন অভিযানে যুক্তরাষ্ট্র জড়িত ◈ ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কাতারের প্রধানমন্ত্রীর আহ্বান ◈ স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা: পুলিশ ◈ ভারি বৃষ্টিপাতে প্লাবিত হতে পারে ৯ জেলার নিম্নাঞ্চল ◈ টাইফয়েডের টিকা পাবে ৪ কোটি ৯০ লাখ শিশু, দিবে যেদিন থেকে ◈ মেগাসিরিয়াল ‘খুশবু’র আইটেম গানে মাহি ◈ মৃত্যুর পাঁচ বছর পর এন্ড্রু কিশোরকে কর পরিশোধের নোটিশ

অবরোধের বিরুদ্ধে আজও রাজপথে থাকবে আ.লীগ

প্রকাশিত : ০৮:৫৭ পূর্বাহ্ণ, ১২ নভেম্বর ২০২৩ রবিবার ১০৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির বিরুদ্ধে আজও রাজপথে সতর্ক পাহারায় থাকবেন ক্ষমতাসীনরা। বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও যাত্রাবাড়ী, উত্তরা, মিরপুর, গাবতলীসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সতর্ক পাহারায় থাকবেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এদিন ঢাকা মহানগরের দুই অংশের প্রতিটি থানা-ওয়ার্ড, ইউনিটের নেতাকর্মীরা সতর্ক অবস্থায় থাকবেন। আগের মতোই সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও পৃথক কর্মসূচি নিয়ে রাজপথে থাকবেন। ইতোমধ্যে তাদের এ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ জানান, দক্ষিণ আওয়ামী লীগের ২৪ থানা ও ৭৫ ওয়ার্ডের নেতাকর্মীরা সতর্ক অবস্থায় থাকবেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির মহানগরীর নেতাকর্মীদের এ নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকব। বিএনপি যে অবৈধ অবরোধ দিয়েছে, তাতে তারা কোনোভাবে যেন গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করতে না পারে সেজন্য সব থানা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও দলীয় কাউন্সিলরদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি জানান, আজ উত্তরা, মিরপুর, গাবতলীসহ রাজধানীর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে আমাদের সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া অবরোধের নামে বিএনপি যেন কোনো ধরনের অপকর্ম নৈরাজ্য করতে না পারে সে বিষয়ে ঢাকা মহানগর উত্তরের প্রতিটি থানা ওয়ার্ডে নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবেন।

দিনে আওয়ামী লীগের পাশাপাশি পৃথক কর্মসূচি নিয়ে মাঠে থাকবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। মাঠে থাকবেন আওয়ামী লীগের সংসদ-সদস্য এবং দলীয় কাউন্সিলররাও।

জানতে চাইলে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ বলেন, প্রতিটি থানা-ওয়ার্ডে আমাদের দলের নেতাকর্মীরা সতর্কাবস্থানে থাকবেন। কর্মসূচির নামে কেউ যেন অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এ বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

অবরোধের প্রতিবাদে রোববার সকাল সাড়ে ১০টায় যাত্রাবাড়ীসহ ঢাকা-৫ আসনের বিভিন্ন এলাকায় ১৫০০ মোটরসাইকেল ও ২৫০টি পিকআপভ্যান নিয়ে শোডাউন দেবেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন।

এদিকে আজও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজধানীর শাহবাগ এলাকায় সকাল থেকে সতর্ক পাহারায় থাকবে ছাত্রলীগ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT