শনিবার ১৮ অক্টোবর ২০২৫, ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা পাচার

প্রকাশিত : ০৯:০৬ পূর্বাহ্ণ, ১৮ আগস্ট ২০২৩ শুক্রবার ১৬৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

‘বেট উইনার’ নামের একটি অনলাইন জুয়ার প্লাটফর্মের মাধ্যমে বিদেশে পাচার হয়ে গেছে কোটি কোটি টাকা। প্লাটফর্মটি বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্লাটফর্ম ব্যবহার করে অর্থ পাচারের সঙ্গে জড়িত চার এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার সন্ধ্যায় এমন তথ্যের সত্যতা নিশ্চিত করে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান জানান, সিআইডির সাইবার অপরাধ বিভাগের মনিটরিংয়ে ‘বেট উইন’ নামের একটি অনলাইন জুয়ার প্লাটফর্মের সন্ধান মিলে। প্লাটফর্মটি ব্যবহার করে অনলাইনে বেটিং বা জুয়া চলছিল। এমন তথ্যের সূত্রধরে গত ১৪ আগস্ট গভীর রাতে সিআইডি ঢাকার তেজগাঁও, বংশাল, লালবাগ ও মিরপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে গ্রেপ্তার হয় আরিফুল ইসলাম (২৫), আনোয়ার হোসেন (৩২), হারুন অর রশিদ (৩৭) ও ইমরান হোসাইন (২৯)।

তাদের কাছে পাওয়া গেছে ১৩টি মোবাইল ফোন, ১৮টি সিমকার্ড, এজেন্ট সিমগুলোতে থাকা প্রায় ৭ লাখ সাড়ে ৬৭ হাজার টাকা, নগদ প্রায় দেড় লাখ টাকা।

গ্রেপ্তারদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, সুপার অ্যাডমিন কিংবা মাস্টার এডমিন নামে মূলত রাশিয়া থেকে সাইটটি নিয়ন্ত্রণ করা হয়। বিভিন্ন দেশে অনলাইন প্লাটফর্ম দেখভালের জন্য ম্যানেজার নিয়োগ করা হয়। ম্যানেজার বাংলাদেশে জুয়ার এজেন্ট হিসেবে বিশ্বস্তদের নিয়োগ দেন।

গ্রেপ্তার চারজনই এজেন্ট। জুয়ার মূল চালকরা নিরাপদে থাকতে একটি স্তর তৈরি করে। সরাসরি নিজেরা এজেন্ট সিম ব্যবহার করে না। সম্রাট ও শাহীন রেজা নামের দুই জন আছে অনলাইন জুয়ার বাংলাদেশ শাখার কান্ট্রি ম্যানেজার। চক্রটি এজেন্ট সিম ব্যবহার করে সারা দেশে থেকে জুয়াড়িদের কাছ থেকে টাকা সংগ্রহ করে। পরে টাকা ক্রিপ্টোকারেন্সিতে কনভার্ট করে বিদেশে পাচার করে দেয়। প্রতি মাসে একজন এজেন্ট বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কয়েক কোটি টাকা লেনদেন করে। কমিশন বাবদ টাকার একটা অংশ তারা পায়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT