মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

৯০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত

প্রকাশিত : ০৮:০২ পূর্বাহ্ণ, ৪ নভেম্বর ২০২২ শুক্রবার ১২১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সরকার ৯০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া স্থানীয় বাজার থেকে ৮ হাজার টন মসুর ডাল, ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে। বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এগুলোসহ ১৭টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয় ।

এতে মোট ব্যয় হবে ১৯২৭ কোটি টাকা। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সভা হয়। সংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

এদিন দুটি বৈঠক হয়েছে। একটি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, অপরটি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সভা শেষে ব্রিফিংয়ে বলা হয়, চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স লি.র (টিএসপিসিএল) জন্য ২৫ হাজার টন রক ফসফেট আমদানি করা হবে। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মেসার্স দেশ ট্রেডিং করপোরেশন এটি আমদানি করবে।

প্রতি টনে ব্যয় হবে প্রায় ৩৩৫ ডলার। এতে মোট ব্যয় হবে প্রায় ৮৭ কোটি টাকা। রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার ও আরব আমিরাত থেকে ৯০ হাজার টন ইউরিয়া সার আমদানি করা হবে। প্রতি টন সারের দাম প্রায় ৬২৬ ডলার। এতে মোট ব্যয় হবে ৫৯৭ কোটি টাকা। এছাড়াও কৃষি মন্ত্রণালয় ২৫ হাজার টন টিএসপি সার আমদানি করবে। এতে ব্যয় হবে ১৪৯ কোটি টাকা।

বৈঠকে টিসিবির মাধ্যমে এক কোটি নিম্ন আয়ের মানুষদের কাছে কম দামে বিক্রির জন্য ৮ হাজার টন মসুর ডাল কেনা হবে। এতে ব্যয় হবে ৬৯ কোটি টাকা। এছাড়া ৫৫ লাখ টন সয়াবিন তেল কেনা হবে। এতে ব্যয় হবে প্রায় ৯০ কোটি টাকা।

সভায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রংপুর স্থাপন’ প্রকল্পের পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মেসার্স জামাল অ্যান্ড কোম্পানি লি. কাজ পেয়েছে। ব্যয় হবে ১২১ কোটি টাকা।

পাশাপাশি কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট সড়ককে জাতীয় মহাসড়ক মানে ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। কাজ পেয়েছে স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লি.। ব্যয় হবে প্রায় ৪৪০ কোটি টাকা। সভায় ‘আপগ্রেডেশন অব মোংলা পোর্ট’-প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এছাড়া ‘পুরাতন ব্রহ্মপুত্র নদী ড্রেজিং কাটার সাকশন ড্রেজারের মাধ্যমে ড্রেজিং’ প্রকল্পের অধীনে পৃথক ৭টি প্রস্তাবের আওতায় ১ কোটি ৬০ লাখ ঘনমিটার ড্রেজিংয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এতে মোট ব্যয় হবে ২৬৩ কোটি টাকা।

এর আগে, অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ২টি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT