৭ মিনিট বন্ধ ছিল পদ্মা সেতুর টোল আদায়
প্রকাশিত : ১০:৩৯ অপরাহ্ণ, ২৬ জুন ২০২২ রবিবার ১০৮ বার পঠিত
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ৭ মিনিট বন্ধ ছিল টোল আদায়। এতে টোলপ্লাজার ছয়টি কাউন্টারের সামনে হাজার হাজার মোটরসাইকেল এবং যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে।
রোববার সন্ধ্যা ৭টা ১ মিনিটে হঠাৎ করে টোলপ্লাজার বিদ্যুৎ চলে গেলে টোল আদায় বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ৭টা ৮ মিনিটে বিদ্যুৎ ফিরে এলে টোল আদায় ফের শুরু হয়।
জাজিরা প্রান্তের টোলপ্লাজায় দায়িত্বে থাকা সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হোসেন সাংবাদিকদের বলেন, সকাল থেকে যানবাহনের টোল আদায় করা হচ্ছিল। সন্ধ্যা ৭টা ১ মিনিটের দিকে বিদ্যুৎ চলে যায়। পরবর্তী সময়ে জেনারেটর সচল করে টোলপ্লাজার বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়। এর পর পরই বিদ্যুৎ চলে আসে। এ সময় প্রায় ৭ মিনিট টোল আদায় বন্ধ থাকে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।