শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

২৫ জুন ব্যাংক খোলা রাখার নির্দেশ

প্রকাশিত : ১০:৩১ অপরাহ্ণ, ২৩ জুন ২০২২ বৃহস্পতিবার ১৮৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আগামী ২৫ জুন (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক খোলা থাকবে। হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা/উপশাখাগুলো এদিন পূর্ণদিবস খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার প্রতি এই নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে।

সার্কুলারে বলা হয়, ‘২২ জুন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা/উপশাখাগুলো সীমিত সংখ্যক লােকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ২৫ জুন সাপ্তাহিক ছুটির দিন পূর্ণদিবস খােলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলাে। ’

‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করা হলাে।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT