শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

২৪ দিনে সৌদিতে পৌঁছেছেন ৪৪২৩৩ জন হজযাত্রী, মৃত্যু ৭

প্রকাশিত : ০৫:১৪ অপরাহ্ণ, ২৯ জুন ২০২২ বুধবার ১২৫ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গত ২৪ দিনে বাংলাদেশ থেকে হজ করতে সৌদি আরবে গেছেন ৪৪ হাজার ২৩৩ জন। এদের মধ্যে সাত জনের মৃত্যু খবর জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সর্বশেষ মঙ্গলবার মো. আব্দুল গফুর মিয়া নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।

মন্ত্রণালয়ের সর্বশেষ হজ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪০ হাজার ৮৪৮ জন হজে গেছেন। আগামী ৩ জুলাই সৌদি আরবের উদ্দেশে হজযাত্রীদের সর্বশেষ ফ্লাইট যাবে। হজ শেষে ১৪ জুলাই শুরু হবে ফিরতি ফ্লাইট, শেষ হবে ৪ আগস্ট।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ শুরু হবে। এ বছর সরকারি-বেসরকারি মিলিয়ে ৬০ হাজার বাংলাদেশি হজ করার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ১১৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ৮৮৫ জন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT