২০৮ আসনে এগিয়ে তৃণমূল
প্রকাশিত : ০১:৩১ অপরাহ্ণ, ২ মে ২০২১ রবিবার ৯৩ বার পঠিত
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে এগিয়ে গেল তৃণমূল। এখনও পর্যন্ত ভোটগণনার খবর অনুযায়ী ২০৮টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। অন্যদিকে ৮০টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।
ভোটপ্রবণতায় তৃণমূলের এগিয়ে যাওয়া নিয়ে সন্তোষপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, দুই-তৃতীয়াংশ আসন পেয়ে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস।
মালদহ, মুর্শিদাবাদ ও হুগলি ভালো ফলের আশা করেনি তৃণমূল কংগ্রেস। কিন্তু ওই তিন জেলার ভোট প্রবণতায় তৃণমূল ভালো ফল করছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ফিরছি।’
তবে নন্দীগ্রামে চতুর্থ রাউন্ড শেষে এগিয়ে শুভেন্দু অধিকারী। যদিও এ নিয়ে আশঙ্কিত নন মমতা। ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন, ‘সময় গড়ালে এগিয়ে যাব।’
সূত্র: আনন্দবাজার, জি নিউজ
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।