বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

২০২৫ সালে বাংলাদেশের বড় ঝুঁকি মুদ্রাস্ফীতি

প্রকাশিত : ০৮:১০ পূর্বাহ্ণ, ১৭ জানুয়ারি ২০২৫ শুক্রবার ১৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

চলতি বছর বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে মুদ্রাস্ফীতিকে চিহ্নিত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ (যেমন-বন্যা ও তাপপ্রবাহ) এবং দূষণ দক্ষিণ এশিয়ার অর্থনীতির জন্য দু’টি বড় ঝুঁকি। সে হিসেবে বিশ্বের যে ১০টি দেশে দূষণকে শীর্ষ তিনটি ঝুঁকির একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে, বাংলাদেশ তার একটি।

বুধবার (১৬ জানুয়ারি) প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদনে এ কথা বলা হয়।

হাছান মাহমুদ ও তার পরিবারের ৭৭ ব্যাংক হিসাব জব্দহাছান মাহমুদ ও তার পরিবারের ৭৭ ব্যাংক হিসাব জব্দ
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও ভারতের মতো ঘনবসতিপূর্ণ দেশগুলোতে দূষণ অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বেকারত্ব ও অর্থনৈতিক মন্দা বাংলাদেশের জন্য আরও দুটি বড় চ্যালেঞ্জ, যা উচ্চ মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস এবং বিনিয়োগ ও ব্যবসার প্রবৃদ্ধিতে প্রভাব ফেলছে।

ডব্লিউইফের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের গড় মূল্যস্ফীতি বেড়ে ২০২৪ সালে ১০ দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল ৯ দশমিক ৪৮ শতাংশ। ২০২২ সালে বার্ষিক গড় মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৭ শতাংশ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT