বুধবার ০৪ অক্টোবর ২০২৩, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

১৪ ঘণ্টার অস্ত্রোপচারে কেটে আনা হলো ১২ কেজি লিভার!

প্রকাশিত : ০৫:৩১ অপরাহ্ণ, ১৩ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার ৫০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

৫০ বছর বয়সি এক নারীর দেহে অস্ত্রোপচার করে ১২ কিলোগ্রাম ওজনের যকৃৎ বা লিভার কেটে বের করে আনলেন চিকিৎসকরা।

ভারতের হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে এ অস্ত্রোপচার করা হয়েছে। জটিল এ অস্ত্রোপচারে সময় লেগেছে টানা ১৪ ঘণ্টা। খবর আনন্দবাজার পত্রিকার।

রোগী পশ্চিমবঙ্গের শিলিগুড়ির বাসিন্দা। ওই নারী অনেক দিন ধরেই যকৃতের নানা সমস্যায় ভুগছিলেন। তার যকৃতের ওজন বেড়ে যাচ্ছিল ক্রমশ।

একসময় এমন পরিস্থিতি তৈরি হয় যে, তিনি ঠিকমতো হাঁটাচলাও করতে পারছিলেন না। সার্বিকভাবে তার দেহের ওজনও বেড়ে গিয়েছিল অনেকটা।

২০১৯ সাল থেকে ওজন বাড়তে শুরু করেছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিলিগুড়ি থেকে প্রথমে কলকাতায় চিকিৎসার জন্য এসেছিলেন রোগী।

চিকিৎসকরা তাকে যকৃৎ প্রতিস্থাপনের পরামর্শ দেন। হায়দরাবাদের ওই বেসরকারি হাসপাতালে যেতে বলা হয় তাকে। সেখানে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানতে পারেন, মহিলার যকৃতের ওজন অস্বাভাবিক বেড়ে গেছে। প্রায় ১২ কেজির যকৃৎ নিয়ে ঘুরছিলেন নারী, যা দেখে চিকিৎসকরাও বিস্মিত হন।

চিকিৎসকরা দেখেন, নারীর পেটের অধিকাংশ জায়গাজুড়ে ছড়িয়ে পড়েছে বিশাল সেই যকৃৎ। সাধারণত মানুষের যকৃতের ওজন হয় দেড় কিলোগ্রাম। নারীর যকৃতে সিস্ট তৈরি হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT