হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আফজাল হোসেন
প্রকাশিত : ০৯:৫৭ পূর্বাহ্ণ, ১২ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার ৬ বার পঠিত
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। গত রোববার তিনি বাসায় ফেরেন।
অভিনেতার পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন। সেই কারণে চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় ফিরেছেন।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন আফজাল হোসেন। তার অবস্থা খারাপ হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়। পরে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে স্থানান্তর করা হয়। এখন তিনি বাসায় আছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।