হাতিরঝিলে বাসায় নারী সাংবাদিকের মরদেহ, স্বামী পলাতক
প্রকাশিত : ০৯:৪০ পূর্বাহ্ণ, ২৮ ডিসেম্বর ২০২২ বুধবার ১৪৬ বার পঠিত
রাজধানীর হাতিরঝিলে বাসা থেকে এক নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শারমিন শবনম। তিনি অনলাইন নিউজ পোর্টাল ‘দ্য রিপোর্ট’-এর অ্যাসাইনমেন্ট এডিটর ছিলেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় বাসায় কাউকে পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তার স্বামী এশিয়ান টিভির সাবেক অপরাধ বিষয়ক প্রতিবেদক সাইদুল ইসলাম। এ ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছেন ওসি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।