শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

হাতকড়া হাতে বাবার জানাজা ও দাফনে ছাত্রলীগ নেতা

প্রকাশিত : ০৭:৫৪ পূর্বাহ্ণ, ২১ ডিসেম্বর ২০২৪ শনিবার ১৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বগুড়ার সারিয়াকান্দিতে এ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার দাফনকাজে অংশ নেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি গোলাম রব্বানী। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে পুলিশ পাহারায় হাতকড়া পরা অবস্থায় জানাজা ও দাফন শেষে তাকে জেলে ফিরিয়ে নেওয়া হয়েছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোলাম রব্বানী বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার হিন্দুকান্দি এলাকার মৃত হেলাল প্রামাণিকের (৫৫) ছেলে। বিএনপি নেতার নাশকতার মামলায় তিনি গত ৪ ডিসেম্বর গ্রেফতার হন।

গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) রাতে হেলাল প্রামাণিক হৃদরোগে আক্রান্ত হন। তাকে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে রেফার্ড করা হয়। হাসপাতালে নেওয়ার পথে হেলাল প্রামাণিক মারা যান। তিনি হিন্দুকান্দি এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

এদিকে মৃত বাবার দাফন ও জানাজায় অংশ নিতে গোলাম রব্বানীর পক্ষে আদালতে আবেদন করা হয়। আদালতের আদেশে তিনি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান।

পরে পুলিশ পাহারায় হাতকড়া পরা অবস্থায় বিকাল ৪টার দিকে রব্বানী তার বাবার জানাজা ও দাফনে অংশ নেন। তার বাবাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে রব্বানীকে বগুড়া জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

ওসি জামিরুল ইসলাম জানান, ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী তার বাবার জানাজা ও দাফনে অংশ নিতে আদালতের নির্দেশে এক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। পরে তাকে পুলিশ পাহারায় বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT